জয়ের আনন্দ প্রথম আলোর।
জয়ের আনন্দ প্রথম আলোর।

রুদ্ধশ্বাস টাইব্রেকারে জয় প্রথম আলোর

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে জয়ে টুর্নামেন্ট শুরু করেছে প্রথম আলো। আজ পল্টনের আউটার স্টেডিয়ামে মাছরাঙা টেলিভিশনকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে প্রথম আলো ফুটবল দল। এর আগে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য সমতায় শেষ হয়।

নির্ধারিত ২০ মিনিটের খেলায় বল প্রথম আলোর দখলেই বেশি ছিল। প্রথম মিনিটে স্ট্রাইকার রিয়াদুল করিম চোট পেয়ে মাঠ ছাড়লেও আক্রমণ ছিল মুহুর্মুহু। প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে প্রথম আলো।

মাঝমাঠ থেকে দাপুটে ফুটবলে প্রতিপক্ষের রক্ষণ তটস্থ করে তোলন মেহেদী হাসান। ১০তম মিনিটে তাঁর নেওয়া শট আটকে দেয় বেরসিক গোলপোস্ট। ড্রিঞ্জা চাম্বুগং ও ইয়াহিয়া নকিবও মাছরাঙা গোলমুখে আতঙ্ক ছড়ান। তবে দরকারি গোলটি নির্ধারিত সময়ে আর পাওয়া হয়নি প্রথম আলোর। খেলা গড়ায় টাইব্রেকারে।

প্রথম আলো ফুটবল দল।

পেনাল্টি শুটআউটে প্রথম দুই শটের পর স্কোর ছিল সমান ২-২। তৃতীয় ও চতুর্থ শটে দুই দলই গোল মিস করে। এর মধ্যে মাছরাঙার চতুর্থ শট দারুণভাবে রুখে দেন প্রথম আলো গোলকিপার মাহমুদুল হাসান। এরপর মাহমুদুল মাছরাঙার পঞ্চম শটও প্রতিহত করলে প্রথম আলোর শেষ শটটি হয়ে ওঠে ফলনির্ধারক।

এই শটে শাওন শেখ জোরালো শটে জাল কাঁপিয়ে তুললে ম্যাচ জিতে যায় প্রথম আলো। ডাগআউট থেকে মাঠে নেমে খেলোয়াড়দের জয়োৎসবে শামিল হন দলের কোচ-কর্মকর্তারা। এ সময় মাঠে ছিলেন ম্যানেজার শওকত হোসেন, ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ ও কোচ আবিদুল ইসলাম। টাইব্রেকারে দুটি দারুণ সেভ করে ম্যাচসেরা হন প্রথম আলোর গোলকিপার মাহমুদুল হাসান।

টাইব্রেকারে দুটি সেভ করেন গোলকিপার মাহমুদুল হাসান।

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা প্রথম আলো কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্লে-অফ খেলবে। ২৮ মের সেই প্লে-অফে প্রথম আলোর প্রতিপক্ষ আগামীকাল জাগো নিউজ-চ্যানেল ২৪-এর মধ্যকার জয়ী দল।

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) আয়োজনে মিডিয়া কাপ ফুটবলে খেলছে মোট ৩২টি গণমাধ্যমের ফুটবল দল।