খিচা কাভারাস্কেইয়া
খিচা কাভারাস্কেইয়া

পিএসজিতে নাম লেখালেন নাপোলির ‘নতুন ম্যারাডোনা’

কেউ বলত ‘জর্জিয়ান মেসি’, কেউ ‘কাভারিঞ্চা’। তবে খিচা কাভারাস্কেইয়া সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন ‘কাভারাডোনা’ নামে। নাপোলিতে খেলা জর্জিয়ান এই উইঙ্গার এবার নাম লিখিয়েছেন ফরাসি ক্লাব পিএসজিতে। ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তিতে কাভারাস্কেইয়াকে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করেছে ফরাসি ক্লাবটি।

ইএসপিএনের সূত্রমতে, কাভারাস্কেইয়ার জন্য নাপোলিকে ৬ কোটি ইউরো দলবদল ফি দিচ্ছে পিএসজি। সঙ্গে অ্যাড অন হিসেবে থাকছে আরও ১ কোটি ইউরো। ২৩ বছর বয়সী এই উইঙ্গার নাপোলিতে ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন।

জানুয়ারির শীতকালীন দলবদলে পিএসজির চুক্তি করা প্রথম খেলোয়াড় কাভারাস্কেইয়া। ২০২২ সালে নাপোলিতে যোগ দেওয়া এই উইঙ্গারের জন্য গত মৌসুম থেকেই চেষ্টা করে আসছিল পিএসজি, বিশেষ করে যখন কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে চলে যাওয়া নিশ্চিত হয়। তবে নাপোলি তাঁকে ছাড়তে চায়নি। সর্বশেষ গত সপ্তাহে নাপোলি কোচ আন্তোনিও কন্তে জানান, কাভারাস্কেইয়া তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন।

গতকাল পিএসজিতে আনুষ্ঠানিকভাবে নাম লেখানোর পর কাভারাস্কেইয়া বলেন, ‘এখানে আসার স্বপ্ন ছিল। প্যারিস সেন্ট জার্মেই সম্পর্কে আমি অনেক ইতিবাচক কথা শুনেছি। এখানে যোগ দিতে পেরে আমি গর্ববোধ করছি।’ পিএসজির সঙ্গে চুক্তি করার আগে কাভারাস্কেইয়ার নাম আলোচিত হয়েছে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেডে ও বার্সেলোনার সঙ্গেও।

নাপোলিতে ১ কোটি ৩৩ লাখ ইউরোয় যোগ দেওয়া কাভারাস্কেইয়া প্রথম মৌসুমেই জিতেছিলেন সিরি ‘আ’, যা ইতালির শীর্ষ স্তরে ৩৩ বছরে নাপোলির প্রথম ট্রফি। ক্লাবটি এর আগে সর্বশেষ সিরি ‘আ’ জিতেছিল আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনাকে নিয়ে।

চলতি ২০২৪-২৫ মৌসুমে নাপোলির হয়ে ১৯ ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন কাভারাস্কেইয়া। পিএসজিতে তাঁর অভিষেক হতে পারে আজ লিগ ‘আঁ’য় লাঁসের বিপক্ষে ম্যাচে। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি কাভারাস্কেইয়াকে নিয়ে বলেছেন, ‘খিচা শুধু বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম রোমাঞ্চকর ফুটবলাই নয়, দলের জন্য লড়াকু ও সাহসী মেজাজেরও খেলোয়াড়।’

নাপোলিতে সতীর্থ ভিক্টর ওসিমেনের (ডানে) নাপোলি তারকা খিচা কাভারাস্কেইয়া

ফরাসি লিগে পিএসজি এখন ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা মার্শেই ৭ পয়েন্ট পেছনে। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে লুইস এনরিকের দলের অবস্থান দোদুল্যমান। ৬ রাউন্ড শেষে পিএসজির অবস্থান ৩৬ দলের মধ্যে ২৫ নম্বরে। শেষ ষোলোর জন্য প্লে-অফ খেলতে হলেও ২৪-এর মধ্যে থাকতে হবে। চ্যাম্পিয়নস লিগে পিএসজির পরবর্তী ম্যাচ সামনের বুধবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে।