পুলিশ এফসির বিপক্ষে আজ ৩–১ গোলে জিতেছে মোহামেডান
পুলিশ এফসির বিপক্ষে আজ ৩–১ গোলে জিতেছে মোহামেডান

সানডের জোড়া গোল, শিরোপার আরও কাছে মোহামেডান

এই ম্যাচের আগপর্যন্ত নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই অগ্রগামিতা ধরে রাখতে আজ সাদা-কালোদের জয় দরকার ছিল পুলিশ এফসির বিপক্ষে। ড্রয়ের শঙ্কায় পড়লেও শেষ পর্য়ন্ত এই ম্যাচে ৩-১ গোলের জয়ে মোহামেডান পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে।

মোহামেডানের এই জয়ে বড় অবদান জোড়া গোল করা নাইজেরিয়ার ফরোয়ার্ড ইমানুয়েল সানডের। কুমিল্লা স্টেডিয়ামে ৫২ মিনিটে মেহেদীর ক্রস থেকে তাঁর দারুণ এক হেডে হয় ১-০। ৬৫ মিনিটে পেনাল্টিতে ১-১ করেন পুলিশের ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক দানিলো। সেই গোলের পর আর গোলের রাস্তা খুলতে পারছিল না মোহামেডান। ড্রয়ের শঙ্কায় কাঁপতে কাঁপতে অবশেষে ৮৮ মিনিটে আশীর্বাদ হয়ে আসে পেনাল্টি, যা থেকে গোল করতে ভুল করেননি উজবেক মিডফিল্ডার মোজাফফরভ। যোগ করা সময়ে চতুর্থ মিনিটে ব্যবধান বেড়েছে, ইমানুয়েল সানডের গোলে হয়েছে ৩-১।

এই ম্যাচ শেষ হতে না হতেই কিংস অ্যারেনায় মুখোমুখি হয়েছে  আবাহনী- কিংস। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে গেছে কিংস। এই ম্যাচ আবাহনী হারলে সুবিধা হয়ে যাবে মোহামেডানের। তখন পাঁচ ম্যাচ হাতে রেখে আবাহনীর চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে যাবে মোহামেডান। ফলে কিংসের বিপক্ষে আবাহনীর হার চাইছে মোহামেডান। লিগ লড়াইয়ে ভালোভাবে টিকে থাকলে আবাহনীকে আজ পুরো ৩ পয়েন্ট পেতেই হবে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩৪। ১২ ম্যাচে আবাহনীর ২৭, কিংসের ২১।