Thank you for trying Sticky AMP!!

আর্জেন্টিনার জার্সিতে মেসি ও তেভেজ

‘বার্সায় গিয়ে মেসি খারাপ মানুষ হতে চায়নি’

লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা যেন থামছেই না। শুরুতে বার্সেলোনা ও আল হিলালে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত ইন্টার মায়ামিকেই নিজের ভবিষ্যৎ গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন মেসি। আর্জেন্টাইন মহাতারকার এই সিদ্ধান্তের পক্ষে–বিপক্ষে চলছে নানা আলোচনা।

কেউ কেউ মেসির এ সিদ্ধান্তকে ভুল বললেও অনেকেই তাঁকে সাধুবাদ জানিয়েছেন। মেসির সাবেক আর্জেন্টাইন সতীর্থ কার্লোস তেভেজ মেসির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, মেসি বার্সেলোনায় গেলে তাঁর কারণে সতীর্থদের বেতন কমাতে হতো। যা মেসি চাননি।

Also Read: পিএসজিকে ধুয়ে দিলেন তেভেজ

লম্বা সময় জুটি বেঁধে আর্জেন্টিনা দলে খেলেছিলেন মেসি ও তেভেজ। অতীতেও কঠিন সময়ে অনেকবার মেসির পাশে দাঁড়িয়েছেন এই আর্জেন্টাইন। চলতি বছরের মে মাসে অনুমতি ছাড়া সৌদি আরব যাওয়ার পর মেসির ক্ষমা চাওয়া নিয়েও পিএসজিকে ধুয়ে দিয়েছিলেন তেভেজ

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি

সে সময় তিনি বলেছিলেন, ‘আপনি যদি আমাকে বলতেন যে বিশ্বকাপজয়ী হওয়া সত্ত্বেও আমার ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়ার জন্য আমাকে ক্লাবের কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আমি রোজারিওতে গিয়ে বন্ধুদের সঙ্গে থাকতাম আর পানীয় পান করতাম। উল্টো আমার কাছে ক্লাবের ক্ষমা চাওয়া লাগত। কিন্তু মেসি তো ক্লাবকে সবার ওপরে রেখেছে। সে কারণে আপনি মেসিকে সাধুবাদ জানাতেই পারেন।’

Also Read: বার্সেলোনার ‘চাপ’ নিতে চাননি মেসি, মনে করেন জাভি

এবার মেসির মায়ামির যাত্রাকে সাধুবাদ জানালেন সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, লিও (মেসি) নিজের অবস্থা জেনে এবং বুঝে এ সিদ্ধান্ত নিয়েছে। সতীর্থদের বেতন কমিয়ে মেসি বার্সায় ফিরতে চায়নি। সে আবার খারাপ মানুষ হতে চায়নি। বার্সেলোনায় ফিরতে না পারা অন্য যে কারও চেয়ে তাকেই বেশি কষ্ট দেয়।’

Also Read: মেসি-জ্বর মায়ামির বাস্কেটবলের কোর্টেও

মেসির মায়ামিকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তেভেজ বলেছেন, ‘সে মায়ামিকে পছন্দ করে। এটা তার এবং তার পরিবারের জন্য শান্তির জায়গা। আমার মনে হয়, সে তার সেরা সিদ্ধান্ত দিয়েছে।’

Also Read: মেসির আগমন যেভাবে বদলে দেবে ইন্টার মায়ামি ও যুক্তরাষ্ট্রের ফুটবলকে