Thank you for trying Sticky AMP!!

পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে

রিয়ালকে ‘না’ বলে এমবাপ্পেকে লিভারপুলে যেতে বললেন ফরাসি কিংবদন্তি

ফেব্রুয়ারিতেই কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার প্রকাশ করেছিল একাধিক ইউরোপিয়ান সংবাদমাধ্যম। কোনো কোনো সংবাদমাধ্যম রিয়ালের সঙ্গে এমবাপ্পের চুক্তির বিস্তারিতও তুলে ধরেছিল। তবে এখন পর্যন্ত রিয়াল ও এমবাপ্পের মধ্যে চুক্তি হওয়ার আনুষ্ঠানিক কোনো খবর আসেনি। এমনকি এমবাপ্পে নিজেও সরাসরি কিছু বলেননি। সর্বশেষ বিষয়টি নিয়ে কথা বলার সময় বলেছিলেন, তাঁর কাছে বলার মতো কিছু নেই।

এমবাপ্পের কাছে বলার মতো কিছু না থাকলেও এখনো ক্যারিয়ার–সংক্রান্ত পরামর্শ পেয়ে চলেছেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। এবার ফ্রান্স ও আর্সেনাল তারকা রবার্ট পিরেস এমবাপ্পেকে রিয়ালে না যেতে পরামর্শ দিয়েছেন। এ সময় তাঁর নিজের রিয়ালকে ফিরিয়ে দেওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন সাবেক এই ফরোয়ার্ড।

Also Read: রিয়ালে যাওয়া ও অলিম্পিকে খেলা নিয়ে যা বললেন এমবাপ্পে

ফ্রান্সের হয়ে ১৯৯৮ সালে বিশ্বকাপ জেতা পিরেস বলেছেন, ‘“আমি দুঃখিত কিলিয়ান (এমবাপ্পে), কিন্তু তুমিই প্রথম নও যে রিয়াল মাদ্রিদকে না বলেছ।” আমি জানি না, শেষ পর্যন্ত সে কি সিদ্ধান্ত নেবে। তবে আমি মাদ্রিদকে (রিয়াল) ফিরিয়ে দিয়েছিলাম। কারণ, আমার আরও দুটি বিকল্প ছিল। আমি নিশ্চিত আমার যদি আর্সেনাল বা জুভেন্টাসে যাওয়ার সুযোগ না থাকত তবে আমি রিয়াল মাদ্রিদেই যেতাম।’

পিএসজির হয়ে এখন ৯০ মিনিট খেলার সুযোগ পাচ্ছেন না এমবাপ্পে

রিয়ালে না গিয়ে এমবাপ্পের কোথায় যাওয়া উচিত, তা–ও বলে দিয়েছেন পিরেস, ‘আমি তাকে লিভারপুলে দেখতে চাই। এটা দারুণ পারিবারিক ক্লাব। তাদের কাঠামো খুব ভালো, কোনো চাপ নেই। সমর্থকেরাও দারুণ বিবেচনাবোধ সম্পন্ন। আমি মনে করি, সালাহ–এমবাপ্পের জুটি বিধ্বংসী কিছুই হবে। আমার মনে হয়, রিয়াল মাদ্রিদকে না বলে দেওয়ার সামর্থ্য তাঁর আছে।’

Also Read: ‘অন্যতম সেরা’ এমবাপ্পের রিয়ালে আসা নিয়ে যা বললেন ক্রুস

এমবাপ্পেকে অবশ্য তাঁর বর্তমান ক্লাব পিএসজিও ধরে রাখতে চায়। সম্প্রতি পিএসজি কোচ লুইস এনরিকে নিজের প্রত্যাশার কথা জানান এভাবে, ‘আমি সব সময় আশাবাদী যে এমবাপ্পে তার মন বদলাবে। কারণ, এখন পর্যন্ত সে কিছুই বলেনি। ভাবুন, আমরা যদি মৌসুমে চারটা ট্রফি জিততে পারি এবং এরপর সে প্যারিসে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। এমনটা তো হতেই পারে।’