Thank you for trying Sticky AMP!!

হলান্ডকে নিয়ে কী ভাবছেন আনচেলত্তি

হলান্ডকে থামানো নিয়ে যা বললেন আনচেলত্তি

চ্যাম্পিয়নস লিগ মানেই রিয়াল মাদ্রিদের একচ্ছত্র দাপটের গল্প। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়ালের সামনে পড়ে দাপটের গল্পটি বদলাতে পারেনি পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। এবারও সেমিতে সেই রিয়ালকেই সামনে পেল সিটি। ‘প্রতিশোধের’ এই ম্যাচে গার্দিওলার বড় অস্ত্র হবেন দারুণ ছন্দে থাকা আর্লিং হলান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ গোল করেছেন হলান্ড।

চলতি মৌসুমে একের পর এক রেকর্ড গড়ছেন হলান্ড। চ্যাম্পিয়নস লিগে হলান্ড করেছেন ১২ গোল। প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ গোলে যৌথভাবে শীর্ষে আছেন হলান্ড। ২০০২-০৩ মৌসুমে রুদ ফন নিস্টলরয় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছিলেন ১২ গোল। এখন রিয়াল ম্যাচ দিয়ে সেই রেকর্ডও নিজের করে নেওয়ার সুযোগ আছে হলান্ডের সামনে।

Also Read: ইংলিশ ক্লাবকে হারানো তো রিয়াল মাদ্রিদের অভ্যাসই

গুরুত্বপূর্ণ এই ম্যাচে হলান্ডকে থামানো নিয়ে কথা বলেছেন আনচেলত্তি। তিনি বলেছেন, ‘সে খুবই বিপজ্জনক খেলোয়াড়। গোল করায় সে অবিশ্বাস্য। হলান্ডকে নিয়ে কথা বলা মানে একজন খেলোয়াড়কে নিয়ে কথা বলা না, পুরো দলটা ও তাদের পরিকল্পনা নিয়ে নিয়ে কথা বলা। আমাদের কৌশল শুধু হলান্ডকে থামানোর হবে না, এমন একটা দলকে থামাতে হবে, যারা অপ্রতিরোধ্য। তবে আমি মনে করি, এটা আমাদের জন্য সম্ভব। আমরা জিততে পারি।’

অনুশীলনে হলান্ড

হলান্ড গার্দিওলার খেলার ধরন বদলে দিয়েছেন কি না, জানতে চাইলে আনচেলত্তি বলেছেন, ‘তারা এখন আরও পূর্ণাঙ্গ দল। তাদের গ্যাব্রিয়াল জেসুসের মতো বিপজ্জনক খেলোয়াড় ছিল। তবে হলান্ডের তার চেয়ে ভিন্ন। তারা এখন লং বল ভালো খেলতে পারে। সেটা তাদের সুবিধা দেবে। তবে এর মানে এই না যে তারা খেলার ধরন বদলে ফেলবে। রক্ষণে তারা দারুণ সংগঠিত এবং বল দখলে রাখাতেও বেশ ভালো দল।’

Also Read: গার্দিওলার ‘আফ্রিকান অভিশাপ’ উঠেছে, এখন ‘চ্যাম্পিয়নস লিগ জিতবেন’

এ সময় রিয়াল মাদ্রিদ আগের বছরের চেয়ে ভালো অবস্থায় আছে কি না, জানতে চাইলে আনচেলত্তি বলেছেন, ‘আমরা একই অবস্থায় আছি। খেলোয়াড়দের শারীরিক অবস্থা দিয়ে বিচার করা কঠিন। যা গুরুত্বপূর্ণ, তা হলো আমাদের অনুপ্রেরণা। কোপা দেল রে জেতাও আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে।’