বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা

কাবরেরার সমালোচনায় এবার বাফুফের আরেক সদস্য

সিঙ্গাপুরের কাছে হারার পর থেকেই কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে জোর সমালোচনা। জাতীয় দল কমিটির সদস্য সাখাওয়াত হোসেন তো ভরা মজলিশে এই কোচের পদত্যাগও চেয়েছিলেন। এবার কাবরেরার ‘ভুলের খাতা’ সামনে এনেছেন বাফুফের আরেক সদস্য ছাইদ হাসান (কানন)।

সাড়ে তিন বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ফুটবল দলের কোচের দায়িত্বে আছেন কাবরেরা। তাঁর অধীনে ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। হামজা চৌধুরী এবং শমিত সোমের মতো তারকা ফুটবলাররা এখন বাংলাদেশ দলে খেলছেন। ভারতের সঙ্গে ড্র সেটারই সুফল। কিন্তু সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে হেরে গেছে বাংলাদেশ। আর সেই হারের জন্য সাবেক ফুটবলাররা দায় দিচ্ছেন কোচকে।  

একসঙ্গে চারজন খেলোয়াড় পরিবর্তন করাটা আমার কাছে খুব বাজে লেগেছে। একজন সাবেক খেলোয়াড়, কোচ এবং জাতীয় দল কমিটির সদস্য হিসেবে এই বিষয়গুলো হতাশ করেছে।
ছাইদ হাসান (কানন), বাফুফে সদস্য ও জাতীয় দলের সাবেক গোলরক্ষক

আজ বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অনুশীলনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাবরেরা ও তাঁর কোচিং স্টাফদের কাঠগড়ায় তোলেন কানন।  

জুনে সিঙ্গাপুরের কাছে হেরেছে বাংলাদেশ

সিঙ্গাপুর ম্যাচে একসঙ্গে চার পরিবর্তনকে কোচের বাজে ট্যাকটিস হিসেবে দেখছেন জাতীয় দল কমিটির এই সদস্য ও সাবেক ফুটবলার, ‘একসঙ্গে চারজন খেলোয়াড় পরিবর্তন করাটা আমার কাছে খুব বাজে লেগেছে। একজন সাবেক খেলোয়াড়, কোচ এবং জাতীয় দল কমিটির সদস্য হিসেবে এই বিষয়গুলো হতাশ করেছে।’

কাবরেরার ম্যাচ পরিকল্পনা, একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি, ‘আল–আমিন নামার পর রাকিব কেন রাইট ব্যাকে গেল? জামাল ভূঁইয়াকে কেন মাঠে নামানো হয়নি? ভুটান ম্যাচে জামালের সেটপিস থেকেই হামজা গোল করেছিল। সিঙ্গাপুরের বিপক্ষে আমরা ১১টি সেটপিস পেয়েছিলাম—জামাল থাকলে অন্তত একটি গোলের সুযোগ পেতাম।’

রাকিব হোসেনকে রাইটব্যাকে নামানোতেও অবাক মোহামেডানের এই গোলকিপার কোচ, ‘রাকিব যে রাইটব্যাক খেলেছে, সেটা নাকি কোচ জানতেন না! তাহলে কোচিং স্টাফের কাজ কী ছিল?’

কাল অনুশীলনে হামজা চৌধুরীর সঙ্গে বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা

বাংলাদেশ জাতীয় দলে সবচেয়ে দীর্ঘ সময় ধরে থাকা বিদেশি কোচ কাবরেরা। তাঁর সঙ্গে বাফুফের চুক্তি আগামী মার্চ পর্যন্ত। কাবরেরার ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কোর্টে বল ঠেলে দেন ছাইদ, ‘কমিটির সদস্য হিসেবে আমরা পরামর্শ দিতে পারি। তবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের।’

এর আগে গত জুনে সংবাদ সম্মেলনে কাবরেরার পদত্যগ দাবি করায় জাতীয় দল কমিটির সদস্য পদ থেকে অব্যাহতির দেওয়া হয় বাফুফে ও জাতীয় দল কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়াকে।