ইতিহাস গড়া দিনে ঋতুপর্ণাদের উৎসব

বাংলাদেশের মেয়েদের ফুটবলে আজ ইতিহাস গড়া দিন। প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ইতিহাস গড়া মুহূর্তটি এসেছে বাছাইপর্বের ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারানোর পর। ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামের ম্যাচটির কয়েক ঝলক
আফঈদা খন্দকারের নেতৃত্বে খেলতে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল
বল কেড়ে নেওয়ার চেষ্টায় শামসুন্নাহার
জালে বল জড়িয়ে ছুটছেন ঋতুপর্ণা। পাশে মনিকা চাকমা (৬) ও মারিয়া মান্দা (৮)। প্রথম গোলের পর
গোলের পর আনন্দে কেঁদেই ফেললেন ঋতুপর্ণা চাকমা। উচ্ছ্বসিত মারিয়া মান্দা
দর্শকদের সামনে গিয়ে উদ্‌যাপন
ঋতুপর্ণা–মনিকাদের এই উচ্ছ্বাস মিয়ানমারকে ২–১ গোলে হারানোর। পরে এ আনন্দ রূপ নিয়েছে প্রথমবার নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করার উৎসবেও
থুউন্না স্টেডিয়ামে ম্যাচের শেষ বাঁশির পরের স্কোরবোর্ড। যে স্কোরবোর্ড বাংলাদেশকে দিয়েছে আনন্দের উপলক্ষ
ম্যাচের পর গ্যালারিতে থাকা সমর্থকদের সঙ্গে ছবি তুলেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা