আমেরিকা এমজির বিপক্ষে কয়েকবারই ম্যাচ চলাকালীন হাঁটুর ব্যথায় কাতরাতে দেখা গেছে সুয়ারেজকে
আমেরিকা এমজির বিপক্ষে কয়েকবারই ম্যাচ চলাকালীন হাঁটুর ব্যথায় কাতরাতে দেখা গেছে সুয়ারেজকে

‘কৃত্রিম হাঁটু’ও লাগতে পারে সুয়ারেজের, যেকোনো দিন হতে পারে শেষ ম্যাচ

ক্যারিয়ারে চোটের সঙ্গে অনেকবারই লড়াই করতে হয়েছে লুইস সুয়ারেজকে। তবে এবারের লড়াইটি হয়তো একটু বেশি কঠিন হয়ে যাচ্ছে সাবেক বার্সেলোনা ও লিভারপুল তারকার জন্য।

হাঁটুর সমস্যা বেশ প্রকট হয়ে উঠেছে তাঁর। ব্যথার সঙ্গে আর পেরে উঠছেন না তিনি। এমনকি এই চোট সারাতে ‘কৃত্রিম হাঁটু’ও লাগতে পারে সুয়ারেজের, জানিয়েছেন গ্রেমিওর সভাপতি আলবার্তো গুয়েরা।

মূলত দীর্ঘদিন ধরে আর্থ্রোসিসে আক্রান্ত এই উরুগুইয়ান তারকা। ব্রাজিলের পত্রিকা জিজেডএইচ এসপোর্তেস, স্প্যানিশ পত্রিকা এএস ও গোল ডটকম জানিয়েছে, চোটের কারণে অবসর নেওয়ার কথাই ভাবছেন সাবেক এই বার্সেলোনা তারকা। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর সঙ্গে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি আছে সুয়ারেজের। এএস জানিয়েছে, চুক্তি শেষেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন সুয়ারেজ।

সুয়ারেজের চোট প্রসঙ্গে গ্রেমিওর সভাপতি আলবার্তো গুয়েরা জানিয়েছেন, ‘পরিস্থিতি ভয়াবহ। কৃত্রিম হাঁটু লাগানোরও সম্ভাবনা আছে। তার অনেক ইনজেকশন নিতে হচ্ছে, ওষুধ লাগছে। সে তার সামর্থ্যের শেষ সীমায় চলে যাচ্ছে, কখন সে পর্যায়ে পৌঁছে যাবে আমরা জানি না। আমরা জানি না, কবে তার শেষ ম্যাচটি এসে পড়বে।’

অবসরের কথা ভাবছেন সুয়ারেজ

এর আগে গুয়েরার বরাত দিয়ে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্ত জানিয়েছিল, ‘অবস্থা এমন দাঁড়িয়েছে যে তাঁকে অনেক ইনজেকশন ও ওষুধ খেয়ে খেলতে হচ্ছে। কিন্তু এটা কত দিন, আমরা জানি না। কিন্তু ওষুধ খাওয়ার পরও তাঁর ব্যথা যাচ্ছে না।’

সুয়ারেজের অবসর ও চোট নিয়ে এমন আলোচনার মধ্যেও সুয়ারেজ কিন্তু খেলে যাচ্ছেন। আজ লিগে আমেরিকা এমজির বিপক্ষে ৩-১ গোলের জয়ের পথে গ্রেমিওর হয়ে সর্বশেষ গোলটি এসেছে সুয়ারেজের কাছ থেকে।

এটি গ্রেমিওর হয়ে সুয়ারেজের ১৫তম গোল। তবে গোল পেলেও চোট নিয়ে সুখবর নেই। কারণ কয়েকবারই ম্যাচ চলাকালীন হাঁটুর ব্যথায় কাতরাতে দেখা গেছে সুয়ারেজকে।