নতুন মৌসুম সামনে রেখে ফুটবলারদের দলবদলের বাজারে বড় খবর—জাতীয় দলের তরুণ ফরোয়ার্ড শেখ মোরছালিন বসুন্ধরা কিংস ছেড়ে যোগ দিয়েছেন আবাহনী লিমিটেডে। আবাহনীতে নাম লিখিয়েছেন গত মৌসুমে আলো কেড়ে জাতীয় দলে নাম লেখানো বাংলাদেশ পুলিশের স্ট্রাইকার আল–আমিনও।
নিজের দলবদলের ব্যাপারে আজ প্রথম আলোকে মোরছালিন বলেন, ‘মূলত ম্যাচ টাইম পাওয়ার জন্য দল বদল করেছি। বসুন্ধরা কিংসে আমি খুব একটা ম্যাচ টাইম পাচ্ছিলাম না। যাতে আরও বেশি সময় খেলতে পারি, সেটা ভেবেই আবাহনীতে যোগ দিয়েছি। আজই সবকিছু চূড়ান্ত হয়েছে।’
আগামী ১২ আগস্ট ঢাকায় জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগে আবাহনী খেলবে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে। এই ম্যাচের প্রস্তুতি হিসেবে দলটির ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল। মোরছালিন জানিয়েছেন, তিনি ক্যাম্পে যোগ দেবেন প্রথম দিনই।
২০২১ সালে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন মোরছালিন। পরের বছর লিগের দ্বিতীয় পর্বে ধারে যান মোহামেডানে। সেখান থেকে আবার ফিরে আসেন কিংসে। তবে ঘরোয়া মৌসুমে কখনোই খুব বেশি খেলার সুযোগ পাননি এই ফরোয়ার্ড।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে কিংসের জার্সিতে ১০ ম্যাচে মাঠে নেমেছেন, এর মধ্যে মাত্র দুটি ম্যাচে ছিলেন শুরুর একাদশে। বাকি আট ম্যাচে নামেন বদলি হিসেবে। এই ১০ ম্যাচে মোট ২৯৮ মিনিট খেলেছেন মোরছালিন, করেছেন ৪ গোল।
এএফসি চ্যালেঞ্জ লিগে তিন ম্যাচে বদলি হিসেবে খেলেছেন ৩৮ মিনিট, গোল নেই। ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপেও মাঠে নামা হয়নি তাঁর। সে সময় চোটে ছিলেন।
শীর্ষ স্তরের ক্লাব ফুটবলে এখন পর্যন্ত ৩৯ ম্যাচ খেলেছেন মোরছালিন। এর মধ্যে ৩২টি বসুন্ধরা কিংসের হয়ে, বাকি ৭টি মোহামেডানের জার্সিতে। সব মিলিয়ে ক্লাব পর্যায়ে গোল করেছেন ৮টি, সহায়তা করেছেন ৬ গোলে।
তবে জাতীয় দলের হয়ে বেশ আলো ছড়িয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। ২০২৩ সালের জুনে ১৭ বছর ৬ মাস বয়সে কম্বোডিয়ার বিপক্ষে অভিষেক হয় তাঁর। সেই বছরই সাফ চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচে করেন ২ গোল, করেন ১টি সহায়তা। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৫ ম্যাচে ৫ গোল করেছেন ফরিদপুর থেকে উঠে আসা মোরছালিন।