শেষ ১৫–১৬ মিনিট ১০ জন নিয়ে খেলেও সালাহদের জিততে দেয়নি আর্সেনাল
শেষ ১৫–১৬ মিনিট ১০ জন নিয়ে খেলেও সালাহদের জিততে দেয়নি আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগ

চ্যাম্পিয়ন হওয়ার পর কী হলো লিভারপুলের, হারের পর এবার ড্র

লিভারপুল ২: ২ আর্সেনাল

দুই ম্যাচে আগেই ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে গেছে লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেডের লিগ জয়ের রেকর্ড ছোঁয়া দলটি এরপর খেলা দুই ম্যাচের একটিতেও জিততে পারল না। আগের ম্যাচে চেলসির মাঠে ৩-১ গোলে হারা দলটি আজ অ্যানফিল্ডে ২-০ গোলে এগিয়ে গিয়েও ২-২ গোলে ড্র করেছে আর্সেনালের সঙ্গে।

ম্যাচের ২০ ও ২১ মিনিটে কোডি গাকপো ও লুইস দিয়াজের গোলে ২-০ গোলে এগিয়ে যায় আর্নে স্লটের লিভারপুল। আর্সেনাল ব্যবধান কমায় ৪৭ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে। ৭০ মিনিটে মিকেল মেরিনোর গোলে সমতা আনে মিকেল আরতেতার দল।

ম্যাচের আগে লিভারপুলকে গার্ড অব অনার দেয় আর্সেনাল

সমতা এনে দেওয়া গোলের ৯ মিনিট পরেই মারাত্মক এক ফাউল করে লাল কার্ড দেখেন স্প্যানিশ ফরোয়ার্ড মেরিনো। ১০ জনের দল হয়ে পড়া আর্সেনালকে এরপর চেপে ধরে লিভারপুল। তবে গোলের পর গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ২০ বারের লিগ চ্যাম্পিয়ন লিভারপুল।

লিভারপুলের ব্যর্থতার সুযোগ নিয়ে শেষ যোগ করা সময়ে উল্টো প্রায় এগিয়ে গিয়েছিল আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের শট অল্পের জন্যই গোল পোস্টের বাইরে যায়। ওই গোলটি হয়ে গেলেই ম্যাচটি জিতে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করে ফেলেন আর্সেনাল।

৩৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা দলটির অবশ্য শেষ দুই ম্যাচে ২ পয়েন্ট দরকার। ৩৬ ম্যাচে চ্যাম্পিয়ন লিভারপুলের পয়েন্ট ৮৩।