ইন্টার মিলানকে বরণ করে নিতে বিমানবন্দরে গিয়েছিলেন মাত্র একজন সমর্থক
ইন্টার মিলানকে বরণ করে নিতে বিমানবন্দরে গিয়েছিলেন মাত্র একজন সমর্থক

ইন্টারের জন্য বিমানবন্দরে মাত্র একজন সমর্থক, বললেন, ‘আমিই একমাত্র আহম্মক’

১৫ বছর পর চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের লক্ষ্যে মিউনিখে গিয়েছিল ইন্টার মিলান। এই ট্রফি জিতে ইউরোপে নিজেদের রাজত্ব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যও ছিল তাদের। কিন্তু ইন্টারের পরিকল্পনা কাজে লাগেনি। ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয় ইতালিয়ান ক্লাবটি।

এমন হতাশাজনক হারের পর পিএসজির উৎসবের মাঝেই অনেকটা নীরবে মিউনিখ ছাড়ে ইন্টার। ইন্টারের ফেরা নিয়ে স্বাভাবিকভাবেই মিলানের বিমানবন্দরেও ছিল না কোনো উচ্ছ্বাস। দলের খেলায়াড়েরাও হয়তো চেয়েছিলেন চুপচাপ বিমানবন্দর ছাড়তে।

তবে কেউ না গেলেও দলের এমন কঠিন সময়ে এক ভক্ত স্বপ্রণোদিত হয়ে বিমানবন্দরে গিয়ে হাজির হন। মাত্র একজন ভক্তের একাকী দলকে বরণ করতে যাওয়ার খবরটি জানিয়েছে ইতালিয়ান সংবাদমাধ্যম ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির কাছে বিধ্বস্ত হয়েছে ইন্টার মিলান

একা একা দলকে বরণ করতে যাওয়ার কারণ জানতে চাইলে মার্কো নামের সেই ইন্টার সমর্থক বলেছেন, ‘আমিই একমাত্র আহম্মক যে এখানে এসেছি। তবে এত কিছুর পরও তাদের সাধুবাদ প্রাপ্য।’

শেষ মুহূর্তে এসে সব এলোমেলো না হলে ইন্টারের মৌসুমটা দুর্দান্ত হতে পারত। এপ্রিলের শেষ সপ্তাহেও ‘ট্রেবল’ জয়ের সম্ভাবনা ছিল তাদের। তবে এরপরই শুরু হয় আশ্চর্য ছন্দপতন।

প্রথমে ইতালিয়ান কাপের সেমিফাইনালে এসি মিলানের কাছে হেরে বিদায় নেয় ইন্টার। এরপর শেষ দিনে হাতছাড়া হয় ইতালিয়ান সিরি ‘আ’ শিরোপা। আর মৌসুমের শেষ ম্যাচে পিএসজির কাছে ফাইনালে বিধ্বস্ত হয়ে হাতছাড়া হয়েছে চ্যাম্পিয়নস লিগের ট্রফি।

প্যারিসে ফিরে ছাদখোলা বাসে শিরোপা উৎসব করেছে পিএসজি

পরপর তিন শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করে শেষ পর্যন্ত শূন্য হাতেই মৌসুম শেষ করতে হয়েছে ইন্টারকে।