Thank you for trying Sticky AMP!!

আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো

রোনালদোকে জায়গা দিতে ছাঁটাই হলেন আবুবকর

আল নাসরে রেকর্ড বেতনে ক্রিস্টিয়ানো রোনালদো আসায় খড়গটা পড়ল ভিনসেন্ট আবুবকরের ওপর। পর্তুগিজ তারকা আসার পর তাঁকে যে বিদায়ই বলে দিয়েছে আল নাসর। রিয়াদভিত্তিক এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে গোল ডটকম।

বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে ক্যামেরুনকে স্মরণীয় এক জয় এনে দিয়ে আলোচনায় আসেন আবুবকর। শুধু গোল করেই নয়, সেদিন জার্সি খুলে উদ্‌যাপন করেও সবার নজর কেড়েছিলেন এই ফরোয়ার্ড। রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর অনেকে ক্লাবটির ফরোয়ার্ড লাইনে রোনালদো–আবুবকরের জুটি দেখার অপেক্ষায় ছিলেন। তবে সেটি এখন আর হচ্ছে না।

Also Read: বিশ্বকাপের পর মেসি-রোনালদোর বাণিজ্যিক লড়াইয়ের অবস্থা যেমন

আগেই জানা গিয়েছিল কোটা জটিলতায় রোনালদোকে নিবন্ধন করতে সমস্যা হচ্ছে আল নাসরের। সৌদি আরবে একটি ক্লাব সর্বোচ্চ আটজন বিদেশি ফুটবলার খেলাতে পারে। রোনালদো নাম লেখানোর আগেই আল নাসরে আটজন বিদেশি ফুটবলার ছিলেন। রোনালদো ছিলেন দলটির নবম বিদেশি। তাই একজনকে বাদ দিতেই হতো আল নাসরকে।

শেষ পর্যন্ত রোনালদোকে নিবন্ধন করতে ছাঁটাই করা হয়েছে আবুবকরকে। এর আগে ২০২১ সালের ৮ জুন তিন বছরের চুক্তি বছরপ্রতি ৬০ লাখ ইউরোতে বেসিকতাস থেকে আল নাসরে যোগ দেন আবুবকর।

গোল করে জার্সি খুলে আলোচনায় আসেন ক্যামেরুন স্ট্রাইকার ভিনসেন্ট আবুবকর

তবে রোনালদোর কারণে জায়গাটা এখন হারাতে হলো তাঁকে। গুঞ্জন আছে, ফ্রি ট্রান্সফারে আবুবকর এখন যোগ দিতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডে। যদিও এখন পর্যন্ত কোনো কিছু নিশ্চিত নয়। শেষ পর্যন্ত আবুবকরের গন্তব্য জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

রোনালদোকে মাঠে দেখতে সমর্থকদেরও আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এখনো এফএর দেওয়া দুই ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হয়নি। আরও একটি ম্যাচে দর্শক হিসেবে থাকতে হবে তাঁকে। সে ক্ষেত্রে তাঁকে বাইরে থাকতে হবে ১৪ জানুয়ারি আল–শাবাবের বিপক্ষে ম্যাচে।

Also Read: রোনালদো–জর্জিনার জন্য বিয়ের আইন বদলাচ্ছে সৌদি আরব?

আর সব ঠিক থাকলে ২২ জানুয়ারি সৌদি প্রো লিগের ম্যাচে আল–ইত্তেফাকের বিপক্ষে দেখা যেতে পারে রোনালদোকে। ‘সিআর সেভেন’কে মাঠে দেখতে তাই আর কিছু সময় অপেক্ষা করতেই হচ্ছে।