ব্রাজিল ফুটবলে আর্থার ফ্রেডেনরাইখ, লেওনিদাস দা সিলভা, পেলে, রোনালদো, রোনালদিনহোর মতো তারকারা খ্যাতি ছড়িয়েছেন। তবে নেইমারের পর ব্রাজিলে নতুন তারকার অভাব দেখা দিয়েছে। ব্রাজিলের সাবেক ফুটবলার জালমিনিয়ার মতে, দেশটি এখন আর নতুন তারকা তৈরি করতে পারছে না। ইতিহাস এখন হারিয়ে গেছে। অনেকের কাছে ব্রাজিলের ফুটবলের মূল সমস্যা শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া।