লেভা, কেইন, এমবাপ্পে—সাবেক ক্লাবের বিপক্ষে সবচেয়ে বেশি গোল কার

একসময়ের প্রিয় খেলোয়াড়, এখন খেলেন প্রতিপক্ষের হয়ে—এমন খেলোয়াড় যখন প্রিয় দলের বিপক্ষে গোল করেন, কেমন লাগে আপনার?

ব্যাপারটা যে ভালো লাগার মতো কিছু নয়, সেটি তো জানাই। পেশাদার ফুটবলের এ যুগেও অনেক সময় সেই খেলোয়াড়ও বিব্রতবোধ করেন গোল উদ্‌যাপন করতে। তবে কিছু ফুটবলার আছেন, তাঁরা এসব আবেগ-টাবেগ দূরে সরিয়ে রেখেই যেন খেলতে নামেন ‘প্রাক্তন’ দলের বিপক্ষে। আর গোল পেয়ে বুনো উদ্‌যাপনও করেন।

ইমানুয়েল আদেবায়োর এমনই একজন। ২০০৯-১০ মৌসুমে আর্সেনাল ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন টোগোর এই ফুটবলার। আর মৌসুমের শুরুতেই ইতিহাদে সেই আর্সেনালের বিপক্ষে গোল পেয়ে যান আদেবায়োর। গোল করার পর আদেবায়োর উদ্‌যাপন করতে দৌড়ে ছুটে গেলেন মাঠের উল্টো পাশে, যেখানে গানার সমর্থকেরা বসা সেখানে। যে উদ্‌যাপনকে প্রিমিয়ার লিগের ওয়েবসাইট বর্ণনা করেছে ‘অমানুষিক’ উদ্‌যাপন হিসেবে।

ডর্টমুন্ডের হয়েও ১০৩ গোল করেছেন লেভানডফস্কি

আদেবায়োরের সাবেক ক্লাব আর্সেনালের হয়ে গোল করেছেন ৩টি। সাবেক ক্লাবের বিপক্ষে গোল করা খেলোয়াড়দের তালিকায় তাই অনেক পেছনেই অবস্থান তাঁর। এ তালিকার সবার ওপরের নামটি রবার্ট লেভানডফস্কির। সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২৮ ম্যাচ খেলে ২৯টি গোল করেছেন পোলিশ তারকা। যার সর্বশেষ ২টি গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার হয়ে করেছেন লেভা। ৩৬ বছর বয়সী খেলোয়াড় ডর্টমুন্ডের বিপক্ষে করা অন্য ২৭টি গোল করেছেন বায়ার্নের হয়ে।

সাবেক ক্লাব লেস্টারের বিপক্ষে ১৯ গোল করে দুইয়ে হ্যারি কেইন। সব কটি গোলই ইংলিশ স্ট্রাইকার করেছেন আরেক সাবেক ক্লাব টটেনহামের হয়ে। তালিকার শীর্ষ দশে থাকা কিলিয়ান এমবাপ্পে পিএসজির হয়ে সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে করেছেন ১১ গোল। ক্যামেরুনিয়ান তারকা স্যামুয়েল ইতো সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা ও মায়োর্কার বিপক্ষে করেছেন ১১টি গোল।