মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড
মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড

‘জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে লিভারপুল ছাড়ার ঘোষণা আরনল্ডের, যাচ্ছেন রিয়াল মাদ্রিদে

মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড, ফ্রি এজেন্ট (বিনা মূল্যে) হিসেবে যোগ দিতে পারেন রিয়াল মাদ্রিদে—এমন গুঞ্জন অনেক দিন ধরেই চলছিল। শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো।

লিভারপুলের সঙ্গে দুই দশকের সম্পর্ক ছিন্ন করছেন আলেকজান্ডার-আরনল্ড। আজ বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বার্তায় বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন। লিভারপুলও নিজেদের ওয়েবসাইটে ২৬ বছর বয়সী এই রাইটব্যাকের ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

আলেকজান্ডার-আরনল্ড নিজের এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘লিভারপুল ফুটবল ক্লাবে ২০ বছর থাকার পর এটা নিশ্চিত করার সময় এসেছে যে আমি মৌসুম শেষে চলে যাব। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।’

লিভারপুল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড

সমর্থকদের উদ্দেশে আরনল্ড লিখেছেন, ‘আমি জানি আপনারা অনেকেই হয়তো ভেবেছেন বা হতাশ হয়েছেন যে আমি কেন এ বিষয়ে এখনো কিছু বলিনি। আসলে আমার লক্ষ্য ছিল দলের সর্বোত্তম স্বার্থের ওপর আমার পূর্ণ মনোযোগ দেওয়া।’

লিভারপুলের প্রতি এভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন আলেকজান্ডার-আরনল্ড, ‘২০ বছর ধরে এই ক্লাবই আমার জীবনের সব, আমার পুরো পৃথিবী। একাডেমি থেকে শুরু করে এখন পর্যন্ত, ক্লাবের ভেতরে ও বাইরের সবার কাছ থেকে আমি যে সমর্থন ও ভালোবাসা পেয়েছি, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। আমি আপনাদের সবার কাছে চিরকাল ঋণী থাকব।’

২০০৪ সালে মাত্র ৬ বছর বয়সে লিভারপুল একাডেমিতে যোগ দেন ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড। এরপর অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ দল হয়ে মূল দলে আসেন ২০১৬ সালে। তখন থেকেই লিভারপুলের রক্ষণভাগের অন্যতম ভরসা তিনি।

লিভারপুলের হয়ে আটটি ট্রফি জিতেছেন ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড

লিভারপুল মূল দলের হয়ে এখন পর্যন্ত ৩৫২ ম্যাচ খেলেছেন আলেকজান্ডার-আরনল্ড। গোল করেছেন ২৩টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৯২টি। ক্লাবটির হয়ে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপসহ জিতেছেন আটটি ট্রফি। শৃঙ্খলার দিক থেকে অনেকের অনুকরণীয় হয়েই থাকবেন আলেকজান্ডার-আরনল্ড। দীর্ঘ ক্যারিয়ারে এখনো লাল কার্ড দেখেননি।

আগামী ১ জুন লিভারপুলের সঙ্গে আলেকজান্ডার-আরনল্ডের চুক্তির মেয়াদ ফুরাবে। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারবেন না। এর অর্থ হলো, রিয়ালের হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নেই।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ফিফা অনুমোদিত ব্যতিক্রমী ট্রান্সফার উইন্ডো অনুযায়ী আলেকজান্ডার-আরনল্ড আরও আগে রিয়ালে নাম লেখাতে পারবেন।

রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন আলেকজান্ডার-আরনল্ড

সে ক্ষেত্রে লিভারপুল থেকে আলেকজান্ডার-আরনল্ড জুনে যে বেতন পাবেন, তা নিতে পারবেন না। পাশাপাশি তিনি ফ্রি এজেন্ট হয়ে গেলেও লিভারপুলকে রিয়ালের নামমাত্র দলবদল ফি পরিশোধ করতে হবে।