আবার টাইব্রেকার। আবারও প্রথম আলোর জয়। কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে চ্যানেল ২৪ কে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে প্রথম আলো।
আজ বৈরী আবহাওয়ার কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে হয় ১৬ মিনিট। প্রথম ম্যাচের মতো এদিনও বল দখলে এগিয়ে ছিল প্রথম আলোই। মেহেদী হাসান, ইয়াহিয়া নকিব, গালিব আশরাফদের দখলেই বল ছিল বেশি।
এদিনও প্রথম আলোর রক্ষণ সামলেছেন ড্রিঞ্জা চাম্বুগং ও শাওন শেখ। এই দুই ডিফেন্ডারের দেয়ালে আটকা পড়ে চ্যানেল ২৪-এর সব আক্রমণ। বিশেষ করে ম্যাচের প্রথমার্ধে। তখন চ্যানেল ২৪ এর বেশ কয়েকটি আক্রমণ একাই নষ্ট করেন শাওন। পুরো ম্যাচে প্রথম আলোর গোলপোস্ট বরাবর একটি শটও নিতে পারেনি প্রথম ম্যাচে জাগো নিউজের বিপক্ষে ৩ গোল করা চ্যানেল ২৪।
ম্যাচে দাপট দেখালেও কাঙ্ক্ষিত গোলটি পাওয়া হয়নি প্রথম আলোর। গোলশূন্য সমতার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আগের খেলায় ম্যাচসেরা হওয়া গোলকিপার মাহমুদুল হাসানকে তুলে নিয়ে তানভীর আহাম্মেদের হাতে গ্লাভস তুলে দেন কোচ আবিদুল ইসলাম।
দিন শেষে এই সিদ্ধান্তই কাজে লেগে যায়। প্রথম দুই শটে গোল হজম করলেও পরের দুটি ঠেকিয়ে দেন তানভীর। অন্যদিকে প্রথম আলোর হয়ে মেহেদী, নকীব, শাওন ও ড্রিঞ্জা নিজেদের প্রথম চারটি শটই গোলে পরিণত করেন।
তাতে পঞ্চম শট নেওয়ার দরকার পড়েনি। ম্যাচসেরা হয়েছেন গোলকিপার তানভীর।
এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাছরাঙা টিভিকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়েছিল প্রথম আলো।
জয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে কোচ আবিদুল ইসলাম বলেছেন, ‘দুর্দান্ত একটা জয় পেলাম। সবাই দুর্দান্ত খেলেছে। ম্যাচসেরা তানভীরকে অভিনন্দন। তবে আলাদা করে শাওনের নামটা বলতেই হবে। অসাধারণ খেলেছে ও।’
আগামী শনিবার যুগান্তরের বিপক্ষে শেষ আটের ম্যাচে নামবে প্রথম আলো।