ভারতের বিপক্ষে প্রথম গোলের পর মোরছালিন
ভারতের বিপক্ষে প্রথম গোলের পর মোরছালিন

বাংলাদেশ ১ : ০ ভারত

২২ বছর পর ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের

একাদশে ফিরলেন শমিত-মোরছালিন, নেই জামাল

বাংলাদেশের প্রথম একাদশ

ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ফিরেছেন শমিত সোম ও শেখ মোরছালিন। সর্বশেষ গত ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে শমিত বদলি হিসেবে নামেন। মোরছালিন দলেই ছিলেন না চোটের কারণে। আজ ভারত ম্যাচে এই দুজনকে একাদশে জায়গা দিতে বাদ পড়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও সোহেল রানা জুনিয়র।

এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় স্টেডিয়ামে নামছে বাংলাদেশ-ভারত। রাত আটটায় শুরু হবে খেলা। এরই মধ্যে জাতীয় স্টেডিয়ামে বড় অংশই দর্শকে পরিপূর্ণ। স্টেডিয়ামে বাইরে বিপুল দর্শক গ্যালারিতে ঢোকার অপেক্ষা। সব মিলিয়ে উৎসবমুখর এক পরিবেশ।

বাংলাদেশের একাদশ

গোলরক্ষক: মিতুল মারমারক্ষণভাগ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিনমাঝমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত সোম ও শেখ মোরছালিন।আক্রমভাগ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

বাংলাদেশের অর্ধেই বলের আনাগোনা

ম্যাচ শুরুর প্রথম ১০ মিনিটে বাংলাদেশের অর্ধেই বেশি ছিল বল। তবে ভারত পরিস্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

মোরছালিনের গোলে এগিয়ে গেল বাংলাদেশ

ভারতের বিপক্ষে প্রথম গোলের পর মোরছালিন

দারুণ এক পাল্টা আক্রমণে গোল পেয়ে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক ফিনিশিংয়ে গোল করেছেন শেখ মোরছালিন। বাঁ পাশ থেকে রাকিবের বাড়ানো পাস ভারতের গোলকিপারের সামনে থেকে টোকা দিয়ে জালে পাঠান মোরছালিন। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর সপ্তম গোল।

চোট পেয়ে উঠে গেলেন তারিক কাজী

চোটে পড়ে ২৭ মিনিটেই উঠে যেতে বাধ্য হলেন তারিক কাজী। তাঁর বদলি হিসেবে মাঠে নেমেছেন শাকিল আহাদ তপু। বাংলাদেশ এগিয়ে ১–০ গোলে।

বাংলাদেশকে বাঁচালেন হামজা

গোলকিপার মিতুল মারমার ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বাংলাদেশ। তবে ত্রাতা হয়েছেন হামজা চৌধুরী। ভারতীয় খেলোয়াড়ের ক্রস হেড করে ক্লিয়ার করেছেন।

মাঠে উত্তেজনা, হলুদ কার্ড দেখলেন দুই দলের দুইজন

ম্যাচের বয়স যখন ৩৪ মিনিট, মাঠে হঠাৎই উত্তেজনা। তপু বর্মণের সঙ্গে ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। রেফারি তপু ও বিক্রম, দুজনকেই হলুদ কার্ড দেখান।

১–০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করল বাংলাদেশ

১১ মিনিটে মোরছালিনের করা গোলটি ধরে রেখেই প্রথমার্ধ শেষে ১–০ গোলে এগিয়ে বাংলাদেশ। দারুণ এক পাল্টা আক্রমণেই গোলটি করেছেন মোরছালিন। ভারতও সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। বাংলাদেশের ত্রাতা হয়েছেন হামজা চৌধুরী। পরে হামজার দূর পাল্লার এক শট অল্পের জন্য গোল পোস্টের বাইরে যায়।

তেড়েফুঁড়ে দ্বিতীয়ার্ধ শুরু ভারতের

তেড়েফুঁড়েই দ্বিতীয়ার্ধটা শুরু করেছে ভারত। দুবার গোল শোধের খুব কাছে চলে গিয়েছিল ভারতীয়রা।

৬০ মিনিট—বাংলাদেশ ১: ০ ভারত

ভারত আক্রমণের পর আক্রমণ করলেও এখনো গোল খায়নি বাংলাদেশ।

বাংলাদেশ দলে দুই বদল

শেখ মোরছালিন ও জায়ানের জায়গায় নামানো হয়েছে শাহরিয়ান ইমন ও তাজ উদ্দিনকে।

৭৮ মিনিটে তপু বর্মণের পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া দুর্বল শট ফিরিয়ে দেন ভারতের গোলরক্ষক।বাংলাদেশ এগিয়ে ১–০ গোলে।

বাংলাদেশের পেনাল্টির দাবি, রেফারির না

৮৩ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের এক ডিফেন্ডারের হাতের পেছনের দিকে লেগেছিল বল। বাংলাদেশের খেলোয়াড়দের পেনাল্টির দাবিতে কান দেননি রেফারি।

যোগ করা সময়ে ম্যাচ

৬ মিনিট যোগ করেছেন রেফারি। বাংলাদেশ এগিয়ে ১–০ গোলে।

২২ বছর পর ফুটবল মাঠে ভারতের বিপক্ষে জয় বাংলাদেশের

২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের পর আবার ভারতের বিপক্ষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। ১১ মিনিটে শেখ মোরছালিনের করা গোলটিকে ধরে রেখে ১–০ গোলেই এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচটি জিতল বাংলাদেশ। ২০২৭ এশিয়ান কাপের বাছাইপর্বে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশ জিতল পাঁচ ম্যাচ পর। আজকের আগে সর্বশেষ গত জুনে প্রীতি ম্যাচে ভুটানকে ২–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

শেষ মুহূর্তের গোলে বারবারই আশাভঙ্গের বেদনা সওয়া বাংলাদেশ আজ দাঁতে দাঁত চেপে শেষ কয়েকটা মিনিট পার করেছে। দ্বিতীয়ার্ধে ভারতের আক্রমনের পর আক্রমণ করলেও দৃঢ়তার সঙ্গে সে সব সামাল দিয়েছে বাংলাদেশ।

বাছাইপর্বে প্রথম জয়ের পর পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ। আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইপর্বে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।