
কার্লো আনচেলত্তি এখন ব্রাজিলের কোচ। গত সোমবার তাঁকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এমনকি জুনে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াডও ঘোষণা করেছেন আনচেলত্তি।
এখন শোনা যাচ্ছে, ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির এই নিয়োগের বিষয়ে তদন্তে নেমেছে ফিফা! ইতালিয়ান এই কোচের নিয়োগে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন আর্থিক বাজার উদ্যোক্তা দিয়োগো ফার্নান্দেজ।
ফিফা ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কাছে জানতে চেয়েছে, আনচেলত্তির এই নিয়োগে মধ্যস্থতা করা ফার্নান্দেজকে তারা কেন কমিশন হিসেবে মোটা অঙ্কের অর্থ দিয়েছে। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিবিএফকে জানিয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, সিবিএফ ফার্নান্দেজকে কেন কমিশন হিসেবে ১২ লাখ ইউরো দিয়েছে, সেই বিষয়ে তাদের কাছে ব্যাখ্যা চেয়েছে ফিফা। আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার পেছনে ফার্নান্দেজের বড় ভূমিকা ছিল।
কয়েক মাস আগে ফার্নান্দেজকে নিয়োগ দিয়েছিলেন সিবিএফের তৎকালীন সভাপতি এদনালদো রদ্রিগেজ। ১৫ মে রিও ডি জেনিরোর একটি আদালত এদনালদোকে সিবিএফ সভাপতির দায়িত্ব থেকে অপসারণ করেন। এরপর গত রোববার বিতর্কিত নির্বাচনের মাধ্যমে সভাপতির দায়িত্ব নেন অচেনা সামির জাউদ।
আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হতে রাজি করানোর দায়িত্বটা মাদ্রিদের ব্যবসায় নিযুক্ত থাকা ফার্নান্দেজকে দিয়েছিলেন রদ্রিগেজ। আনচেলত্তি তখন রিয়াল মাদ্রিদের কোচ। ফার্নান্দেজ কয়েক সপ্তাহ ধরে আনচেলত্তির সঙ্গে আলোচনা চালান এবং সেই আলোচনায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের প্রতিনিধি হোসে আনহেল সানচেজও ছিলেন।
এই গোটা প্রক্রিয়ায় মূল ভূমিকা ছিল ফার্নান্দেজের এবং ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের বিরাগভাজনও হন তিনি। গত রোববার মাদ্রিদ থেকে ভাড়া করা বিমানে আনচেলত্তির সঙ্গে রিও ডি জেনিরোয় পা রাখেন ফার্নান্দেজ। সিবিএফের প্রতিনিধি হিসেবে তিনি ছিলেন আনচেলত্তির সঙ্গে।
সমস্যা হলো, ব্রাজিলিয়ান ব্যবসায়ী ফার্নান্দেজের লাইসেন্সকৃত ফিফা এজেন্ট হিসেবে নিবন্ধন নেই। কিন্তু সিবিএফ ও আনচেলত্তির মধ্যে যে চুক্তিপত্র হয়েছে, সেখানে ফার্নান্দেজের নাম আছে। চুক্তিপত্র দেখার পর এই তথ্য জানিয়েছে ইএসপিএন ব্রাজিল।
সিবিএফে নতুন ম্যানেজমেন্টের কাছে ফিফা এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে। কারণ, আইন লঙ্ঘন হয়েছে। ফিফার এজেন্ট বিধিমালার ১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, খেলোয়াড় কিংবা কোচের দলবদল অথবা চুক্তিপত্রের সঙ্গে জড়িত থাকতে পারবেন শুধু লাইসেন্স পাওয়া পেশাদার এজেন্ট।
অনুচ্ছেদটির বিধিমালায় বলা হয়েছে, ‘ফুটবল এজেন্ট নয়, এমন কাউকে সংস্থা নিয়োগ দিলে তিনি চুক্তি সইয়ে ফুটবল এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন না কিংবা কোনো ভূমিকা রাখতে পারবেন না।
ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল সিবিএফের কাছে ফিফার ব্যাখ্যা চাওয়ার বিষয়টি নিয়ে সবার আগে প্রতিবেদন করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ বিষয়ে আগামী ৪ জুনের মধ্যে সিবিএফের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে ফিফা। ৫ জুন বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল কোচ হিসেবে অভিষেক হবে আনচেলত্তির।
সিবিএফের কাছে ফিফার চাওয়া বিস্তারিত তথ্যাদির মধ্যে রয়েছে ফার্নান্দেজের সঙ্গে সিবিএফের চুক্তিপত্রের অনুলিপি এবং লেনদেন সংশ্লিষ্ট যেকোনো বার্তা।
আনচেলত্তির ব্রাজিলে আসার ফার্নান্দেজের প্রধান ভূমিকাকে সিবিএফের নেতৃত্বস্থানীয়দের অনেকেই ভালোভাবে নিতে পারেননি। সাধারণের কাছে অপরিচিত এ ব্যবসায়ী কিছুদিন আগে আনচেলত্তির ব্রাজিল কোচ হওয়ার পেছনে তাঁর যে অবদান, সেটা প্রচার করতে একটি যোগাযোগ এজেন্সি ভাড়া করেছিলেন।