Thank you for trying Sticky AMP!!

সোল দে মায়োর জার্সিতে জামাল ভুঁইয়া

আর্জেন্টিনার ক্লাব ছেড়ে আবাহনীতে যোগ দিচ্ছেন জামাল

প্রিমিয়ার ফুটবল লিগের মধ্যবর্তী দলবদলে আবাহনী লিমিটেডে যোগ দিতে পারেন জামাল ভূঁইয়া—এমন খবর শোনা যাচ্ছিল কদিন আগে থেকেই। শেষ পর্যন্ত সেটাই হচ্ছে। জামালকে দলে নেওয়ার আনুষ্ঠানিকতা আবাহনী সেরে ফেলেছে জানিয়ে ক্লাবটির ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ কাল প্রথম আলোকে বলেছেন, ‘জামালের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। চলতি প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে জামাল আবাহনীতে খেলবে।’

Also Read: ভিসা সমস্যায় যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা–নাইজেরিয়া ম্যাচ বাতিল

বাংলাদেশের ফুটবল ছেড়ে গত বছরের আগস্টে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োতে ১৫ মাসের চুক্তিতে যোগ দেন জাতীয় দলের অধিনায়ক জামাল। কিন্তু এখন আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করে ফিরছেন, নাকি আবার যাবেন, তা নিশ্চিত হওয়া যায়নি জামাল এ বিষয়ে কোনো বক্তব্য না দেওয়ায়।

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ খেলে আবাহনীর ক্যাম্পে যোগ দেবেন জামাল

জাতীয় দল ক্যাম্প করতে সৌদি আরবে যাওয়ার কথা ২ মার্চ। তার আগেই ঢাকায় আসার কথা জামালের। বিশ্বকাপ বাছাইপর্বে ফিলিস্তিনের বিপক্ষে ২৬ মার্চ ফিরতি লেগের পর তাঁর আবাহনীর ক্যাম্পে যোগ দেওয়ার কথা।

Also Read: বায়ার্নকে ঘিরে গুঞ্জনের মধ্যেই কোচিংয়ে ফেরা নিয়ে যা বললেন জিদান