Thank you for trying Sticky AMP!!

লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ

চ্যাম্পিয়নস লিগে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড সালাহর

ফুরিয়ে গেছেন মোহাম্মদ সালাহ। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের দল নির্বাচনে অন্তত তেমনই ইঙ্গিত ছিল। সর্বশেষ লিগ ম্যাচে আর্সেনালের বিপক্ষে বদলি করার পর চ্যাম্পিয়নস লিগে রেঞ্জার্সের বিপক্ষে বেঞ্চে। লিগে ৮ ম্যাচে ২ গোলও তাঁর পক্ষে কথা বলছিল না।

কিন্তু ৩০ বছর বয়সী মিসরীয় ফরোয়ার্ড জানান দিলেন, এখনো অনেক কিছুই দেওয়ার আছে তাঁর। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের দ্রুততম হ্যাটট্রিকটি করেছেন লিভারপুল ফরোয়ার্ড। সেই সঙ্গে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় প্রিমিয়ার লিগ ও আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়েছেন সালাহ।

Also Read: ৬ মিনিটে সালাহর ৩, রেঞ্জার্সের জালে লিভারপুলের ৭

শুরুর একাদশে জায়গা না পাওয়া সালাহ রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামেন ৬৮ মিনিটে। ততক্ষণে ৩–১ ব্যবধানে এগিয়ে লিভারপুল।

সালাহ তাঁর প্রথম গোলটি করেন আট মিনিট বাদে, ৭৬তম মিনিটে। ৮০ মিনিটে দ্বিতীয় গোলের পর তৃতীয় গোলটি করেন ৮২তম মিনিটে। সব মিলিয়ে ৬ মিনিট ১২ সেকেন্ডের মধ্যে তিন গোল!

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে এত দিন দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডটি ছিল ফরাসি ফরোয়ার্ড বাফেতিমবি গোমিজের। ২০১১ সালে দিনামো জাগরেবের বিপক্ষে ৭ মিনিট সময়ের মধ্যে তিন গোল করেছিলেন তখনকার লিঁও স্ট্রাইকার।

৬ মিনিট ১২ সেকেন্ডের মধ্যে তিন গোল করেছেন মোহাম্মদ সালাহ

মজার বিষয় হচ্ছে, সালাহর তিনটি গোলেই সহায়তা করেন দিয়েগো জোতা। ২০১২ সালে বায়ার্নের মারিও গোমেজের হ্যাটট্রিকে সবকটি অ্যাসিস্ট করেছিলেন ফ্রাঙ্ক রিবেরি। ১০ বছর পর চ্যাম্পিয়নস লিগে সালাহর হ্যাটট্রিকে শতভাগ অ্যাসিস্ট করলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের দ্রুততম হ্যাটট্রিকের পথে আরও কিছু মাইলফলক পেরিয়ে গেছেন সালাহ। ইউরোপীয় ক্লাবগুলোর শীর্ষ প্রতিযোগিতায় প্রিমিয়ার লিগ ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮ গোল এখন সালাহর। মাত্র ৬ মৌসুমে এই গোল করেছেন তিনি।

৩৬ গোল নিয়ে এত দিন শীর্ষে ছিলেন চেলসির দিদিয়ের দ্রগবা এবং ম্যানচেস্টার সিটির সের্হিও আগুয়েরো। দ্রগবা সময় নিয়েছিলেন ৮ মৌসুম, আগুয়েরো ১০ মৌসুম।
আইভরিকোস্ট কিংবদন্তি দ্রগবাকে আরও একটি জায়গায় পেছনে ফেলেছেন সালাহ।

Also Read: এক পায়ে দাঁড়িয়ে সালাহ, শিশুদের জন্য রাজা

সাবেক চেলসি তারকা ৪৪ গোল করেছিলেন চ্যাম্পিয়নস লিগে, আফ্রিকান ফুটবলারদের মধ্যে সালাহ তাঁকে ছাড়িয়ে গেছেন ৪৫ গোলে (রোমা ও বাসেলের হয়ে ৭টি)।
বদলি হিসেবে হ্যাটট্রিকের কীর্তিতে লিভারপুলের তৃতীয় খেলোয়াড় সালাহ। এর আগে ১৯৮৯ সালে স্টিভ স্টানটন এবং ২০১০ সালে স্টিভেন জেরার্ড একই কীর্তি গড়েছিলেন।

সব মিলিয়ে লিভারপুলের জার্সিতে সালাহর গোল এখন ২৬৭ ম্যাচে ১৬৪টি, যা ক্লাব ইতিহাসের অষ্টম সর্বোচ্চ। ১৭২ গোল নিয়ে সামনে কেনি ডালগ্লিশ।

হ্যাটট্রিকের পর সামনের ম্যাচগুলোয় সালাহ আরও গোল পাবেন বলে আশাবাদী লিভারপুল কোচ ক্লপ, ‘সবাই জানি সে অসাধারণ খেলোয়াড়, আজ তা আরেকবার দেখিয়েছে। সে যখন ছন্দে থাকে, তখন সবার চেয়ে ভিন্ন হিসেবে দেখা দেয়। আশা করছি এই পারফরম্যান্সের পর সে আবার ছন্দে ফিরবে।’