Thank you for trying Sticky AMP!!

ভিয়ারিয়ালের কাছে হারার পর হতাশ আতলেতিকো মাদ্রিদের খেলোয়াড়েরা

হারের পর সমর্থকদের ‘আক্রমণের’ শিকার আতলেতিকোর ফুটবলাররা

দেড় দশক হলো ঘরের মাঠে লিগের প্রথম ম্যাচে হারেনি আতলেতিকো মাদ্রিদ। জিততে না পারলেও অন্তত ড্র করেছে। আতলেতিকোকে ভুলে যাওয়া তেতো স্বাদ এবার ‘উপহার’ দিয়েছে ভিয়ারিয়াল। মেত্রোপলিতানোতে কাল রাতে আতলেতিকোকে ২-০ গোলে হারিয়েছে তারা। নিজেদের মাঠে মৌসুমের প্রথম ম্যাচে তেতো হারটা হজম করতে পারেননি আতলেতিকোর সমর্থকেরা।

ম্যাচ শেষে নিজেদের খেলোয়াড়দের দুয়ো দিয়েছেন তাঁরা। আঁতোয়ান গ্রিজমানের উদ্দেশে তো গালিও দিয়েছেন আতলেতিকোর সমর্থকেরা। মাঠের মধ্যে বোতলসহ নানা কিছু ছুড়ে মেরে নিজেদের রাগ, দুঃখ আর অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।

শুধু ম্যাচে খেলা আতলেতিকোর খেলোয়াড়েরাই নন, সমর্থকদের তোপের মুখে পড়েন বেঞ্চে থাকা খেলোয়াড়েরাও। আর এখানেই বাধে বিপত্তি। লাগাতার তিরস্কার-অপমান সইতে না পেরে গ্যালারির দিকে তেড়ে যান এক খেলোয়াড়। ‘আগুনে ঘি পড়ার’ মতো জ্বলে ওঠেন সমর্থকেরা। উত্তপ্ত সেই পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয়েছে পুলিশ আর অন্য ফুটবলারদের।

আতলেতিকো মাদ্রিদকে হারানোর পর ভিয়ারিয়ালের কোচ উনাই এমেরির উল্লাস

গত সপ্তাহে গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে ভালোভাবেই ২০২২-২৩ মৌসুম শুরু করেছে আতলেতিকো। কিন্তু ঘরের মাঠের প্রথম ম্যাচে কেমন যেন খেই হারিয়ে ফেলে দিয়েগো সিমিওনের দল। প্রথমার্ধে আলভারো মোরাতা, হুয়াও ফেলিক্স আর দ্বিতীয়ার্ধে গ্রিজমান, ইয়ানিক কারাসকোরা বেশ কিছু সুযোগ নষ্ট করেন। কিছু সুযোগ নষ্ট করে ভিয়ারিয়ালও। তবে উনাই এমেরির দল দ্বিতীয়ার্ধে সুযোগ কাজে লাগিয়ে ঠিকই প্রয়োজনীয় ২টি গোল করতে পারে।

যোগ করা সময়ের সাত মিনিটে ভিয়ারিয়ালের দ্বিতীয় গোলটি করে স্বভাবসুলভ ভঙ্গিমায় দৌড়ে ক্যামেরার সামনে গিয়ে উদ্‌যাপন শুরু করেন জেরার্দ মোরেনো। এটা পছন্দ হয়নি আতলেতিকোর সমর্থকদের। মোরেনোকে গালি দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর দিকে বোতলও ছুড়ে মারেন তাঁরা। আতলেতিকো গোলরক্ষক ইয়ান ওবলাক এসে তখন এক পাশে সরিয়ে নেন তাঁর স্প্যানিশ সতীর্থকে।

ভিয়ারিয়ালের কাছে নিজেদের মাঠে কাল হেরে গেছে আতলেতিকো

মিনিট দুয়েক পর শেষ বাঁশি বাজান রেফারি। এরপরই আতলেতিকোর সমর্থকেরা খেলোয়াড়দের নাম ধরে ধরে গ্যালারি থেকে দুয়ো দিতে থাকেন। সমর্থকদের আক্রমণের কেন্দ্রে ছিলেন ফরাসি ফরোয়ার্ড গ্রিজমান। বেঞ্চে থাকা ফুটবলাররা সেই সময় মাঠের পাশে গা গরম করছিলেন। একপর্যায়ে তাঁদের নাম ধরেও শুরু হয় দুয়ো দেওয়া। দুয়ো মেনে নিতে না পেরে সমর্থকদের দিকে এগিয়ে যান মারিও হারমোসো। তিন বছর ধরে আতলেতিকোয় থাকা এই ডিফেন্ডার রিয়াল মাদ্রিদের ‘বি’ ও ‘সি’ দলের হয়ে খেলার আগে একই ক্লাবের একাডেমিতে ছিলেন।

সেদিকে ইঙ্গিত করে সমর্থকেরা তাঁকে ‘মাদ্রিদিস্তা’ উল্লেখ করে গালি দিলে গ্যালারির দিকে তেড়ে যান হারমোসো। পুলিশ ও সতীর্থরা ছুটে না এলে হাতাহাতি প্রায় লেগেই গিয়েছিল। তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার আগপর্যন্ত দফায় দফায় তেড়ে যান তিনি।