Thank you for trying Sticky AMP!!

ওয়েম্বলিতে এনদ্রিকের গোলেই ইংল্যান্ডকে হারায় ব্রাজিল

পেলের রেকর্ড ছোঁয়া এনদ্রিকের বাজারমূল্য কত বাড়ল

সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক বিরতিতে সব আলো নিজের দিকে টেনে নিয়েছেন ব্রাজিলের ১৭ বছর বয়সী কিশোর এনদ্রিক। ওয়েম্বলিতে তাঁর গোলেই ইংল্যান্ডকে হারায় ব্রাজিল। এনদ্রিকের আগে আর কোনো ফুটবলার এর চেয়ে কম বয়সে ঐতিহাসিক এ মাঠে গোল পাননি। এরপর সান্তিয়াগো বার্নাব্যুতে স্পেনের বিপক্ষে ৩–৩ ড্রয়ে শেষ হওয়া ম্যাচেও ব্রাজিলের হয়ে গোল করেন এ স্ট্রাইকার।

এই দুই ম্যাচের পর থেকে এখন আলোচনার কেন্দ্রে এনদ্রিক। পেলে–রোমারিওর মতো কিংবদন্তিদের সঙ্গেও তুলনা হচ্ছে তাঁর। এর মধ্যে বয়সের হিসাবে পেলের একটি রেকর্ডও স্পর্শ করেছেন ব্রাজিলের উঠতি তারকা। পেলের পর এনদ্রিকই একমাত্র ব্রাজিলিয়ান ফুটবলার, যিনি বয়স ১৮ বছর বয়স হওয়ার আগে পরপর দুটি আন্তর্জাতিক ম্যাচে গোল করলেন।

ফুটবল সম্রাটখ্যাত পেলে এ ঘটনার জন্ম দিয়েছিলেন ১৯৫৭ সালে। সে সময় আর্জেন্টিনা ও প্যারাগুয়ের বিপক্ষে পরপর দুই ম্যাচে গোল করেছিলেন তিনবার বিশ্বকাপজয়ী এ মহাতারকা। পেলে অবশ্য এই মাইলফলক গড়েছিলেন মাত্র ১৬ বছর বয়সে।

অনেকের কাছে ফুটবলেরই শেষ কথা ছিলেন পেলে

এরপর ১৯৫৮ বিশ্বকাপে ১৭ বছর বয়সে ওয়েলস (কোয়ার্টার ফাইনাল), ফ্রান্স (সেমি ফাইনাল) এবং সুইডেনের (ফাইনাল) বিপক্ষে গোল করেছিলেন পেলে। সেই তিন ম্যাচে সব মিলিয়ে তিনি গোল করেছিলেন ৬টি। ১৯৫৯ সালের মার্চে পেলে যখন কোপা আমেরিকায় গোল করেন, তখন তাঁর বয়স হয়ে যায় ১৮।

এখন এনদ্রিক যদি বয়স ১৮ হওয়ার আগে টানা তিন ম্যাচে গোল করায় পেলেকে ছুঁতে চান, তবে তাঁকে জুনে কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে গোল করতে হবে। এনদ্রিক সেই কীর্তি গড়তে পারবেন কি না, সেটা সময়ই বলে দেবে।

Also Read: প্রিমিয়ার লিগের সৌদি–মালিকানার ক্লাবটি কেন পথহারা

তবে এর মধ্যে ব্রাজিলিয়ান এ বিস্ময়–বালক আন্তর্জাতিক বিরতিতে যা করেছেন, তাতেই তাঁর বাজার দর বেড়েছে ১ কোটি ইউরো। ফুটবলের দলবদলের তথ্য–উপাত্তবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী আন্তর্জাতিক বিরিততে যাওয়ার আগে এনদ্রিকের বাজারমূল্য ছিল ৪ কোটি ৪০ লাখ ইউরো। যা এখন বেড়ে ৫ কোটি ৫০ লাখ ইউরোতে গিয়ে পৌঁছেছে।

তবে আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও রিয়াল মাদ্রিদ নাকি এনদ্রিকের জন্য ৬ কোটি ইউরো খরচ করার পাশাপাশি ১ কোটি ২০ লাখ ইউরো বাড়তি করও দিয়েছে। যা তাঁর বর্তমান বাজারমূল্যের চেয়েও বেশি।

Also Read: গার্ডিয়ানের খবর: আলোনসোকে পাওয়ার আশা ছেড়ে দিচ্ছে লিভারপুল