দিয়োগো জোতা (৪ ডিসেম্বর ১৯৯৬–৩ জুলাই ২০২৫)
দিয়োগো জোতা (৪ ডিসেম্বর ১৯৯৬–৩ জুলাই ২০২৫)

জোতার ২০ নম্বর জার্সিকে ‘অমর’ করে রাখবে লিভারপুল

গতকাল স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা যান লিভারপুল তারকা দিয়েগো জোতা। তাঁর জার্সিকে অবসরে পাঠানোর দাবি জানিয়েছে সমর্থকেরা।

সড়ক দুর্ঘটনায় লিভারপুল ও পর্তুগিজ তারকা দিয়েগো জোতা ও তাঁর ভাই আন্দ্রের আকস্মিক মৃত্যুতে শোকে ভাসছে ফুটবল–দুনিয়া। ক্রিস্টিয়ানো রোনালদো থেকে লিওনেল মেসিসহ অনেকেই জোতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল জোতার মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই লিভারপুলের মাঠ অ্যানফিল্ডের বাইরে ভিড় জমিয়েছেন ক্লাবটির সমর্থকেরা।

ফুল হাতে চোখের জলে নীরবে জোতার প্রতি সম্মান প্রদর্শন করে শোক জানিয়েছেন তাঁরা। পাশাপাশি জোতার মৃত্যুর পর অনেক সমর্থক তাঁর পরা ২০ নম্বর জার্সি অবসরে পাঠানোর দাবিও তুলেছেন। এই পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে জোতার জার্সি ‘অমর’ হয়ে থাকবে বলে জানিয়েছে লিভারপুল কর্তৃপক্ষ।

বিবৃতিতে লিভারপুল কর্তৃপক্ষ লিখেছে, ‘২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের ২০তম লিগ শিরোপা জয়ে তাঁর অবদানের জন্য নম্বর ২০ নম্বর জার্সিটি যথাযথভাবেই অমর হয়ে থাকবে। এপ্রিলে মার্সিসাইড ডার্বিতে সমর্থকদের সামনে স্বভাবসুলভ হালকা চালে শরীর দুলিয়ে করা জয়সূচক গোলটি ছিল তাঁর জীবনের শেষ গোল। যা আজও হৃদয় ছুঁয়ে যায়।’

গত ৩ এপ্রিল অ্যানফিল্ডে এভারটনের বিপক্ষে লিভারপুলের ১–০ ব্যবধানের জয়ে একমাত্র গোলটি করেছিলেন জোতা।

লিভারপুলের বিবৃতি

এদিকে লিভারপুলের বিবৃতিতে জোতার জার্সিকে অবসরে পাঠানো এবং ভবিষ্যতে আর কেউ এই জার্সি পরবে কি না—সেটি স্পষ্ট না করলেও ভক্তদের অনেকে ক্লাবের এই বিবৃতিকে জার্সি অবসরে পাঠানোর ঘোষণা হিসেবে দেখছেন। একইভাবে অনেক সংবাদমাধ্যমও ‘অমর’ করে রাখাকে জার্সি অবসরে পাঠানোর সমার্থক হিসেবে দেখছে।

এর আগে ভক্ত–সমর্থকদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জোতার পরা ২০ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর দাবি জানান। ম্যাক্সি নামে একজন ভক্ত এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘ফুটবল এ মুহূর্তে সবচেয়ে অগুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি আশা করি, লিভারপুল ২০ নম্বর জার্সিকে অবসরে পাঠাবে। মর্মান্তিকভাবে দিয়েগো জোতাকে হারানোর পর অন্য কাউকে এই জার্সি পরতে দেখা সমর্থকদের জন্য খুবই বাজে ব্যাপার হবে।’

মিকি জুনিয়র নামে অন্য একজন লিখেছেন, ‘দিয়েগো জোতা ২০২০ সালে লিভারপুলে যোগ দিয়েছেন। সে ২০ নম্বর জার্সি পরে খেলত। আর এই মৌসুমে লিভারপুল ২০তম শিরোপা জিতেছে এবং আমরা তাঁকে হারিয়ে ফেললাম। ক্লাবের উচিত তাঁর সম্মানে ২০ নম্বর জার্সিকে আজীবনের জন্য অবসরে পাঠানো।’

এদিকে জোতার জন্মশহর পর্তুগালের গোন্দোমারের প্রধান গির্জা ‘ইগ্রেজা মাতৃজ দে গোন্দোমার’-এ আগামীকাল শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বেলা তিনটা) তাঁর ও আন্দ্রের শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় সমাধিস্থলে তাঁদের সমাহিত করা হবে। এর আগে আজ শুক্রবার বিকেলে গির্জার ফিউনারেল চ্যাপেলে জোতা ও আন্দ্রেকে শেষ শ্রদ্ধা জানানো হবে।