ফাইনালে হারের পর হতাশ মেসি
ফাইনালে হারের পর হতাশ মেসি

মেসিদের স্তব্ধ করে লিগস কাপ জিতল সিয়াটল

লিগস কাপের ফাইনালে তেতো অভিজ্ঞতার মুখোমুখি হলেন লিওনেল মেসিও। বাংলাদেশ সময় আজ সোমবার ভোরে অনুষ্ঠিত ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে হেরেছে মেসির দল ইন্টার মায়ামি। ব্যবধানটাও বড়সড়ই—সিয়াটল ৩, মায়ামি ০। এই হারে মেসির ৪৭তম শিরোপা হাতে তোলার অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। সর্বশেষ ২০২৪ সালে ইন্টার মায়ামির হয়ে সাপোটার্স শিল্ড জিতেছিলেন তিনি।