Thank you for trying Sticky AMP!!

এলচের বিপক্ষে বার্সেলোনার জয়ে লেভানডফস্কির জোড়া গোল

বার্সেলোনার জয়ে লেভানডফস্কির জোড়া গোল

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ উলভসের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৩-০ ব্যবধানের জয়ে একটি গোল করেছেন আর্লিং হলান্ড। বার্সেলোনার জয়ে রবার্ট লেভানডফস্কির গোল না করলে কী চলে! এবার যে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এ দুই স্ট্রাইকার গোল করছেন পাল্লা দিয়ে!

লিগে বার্সার প্রতিপক্ষ বদলায়, উদযাপন বদলায় না

বাংলাদেশ সময় ম্যান সিটির খেলা শেষের পর মাঠে নেমেছে বার্সেলোনা। এলচের বিপক্ষে দলের ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করে অবদান রেখেছেন লেভা। এই নিয়ে স্পেনের লা লিগায় তাঁর গোল হয়েছে ৬ ম্যাচে ৮টি। সব প্রতিযোগিতা মিলিয়ে গোলের সংখ্যা ১১। আর সিটির হয়ে হলান্ড ১০ ম্যাচে করেছেন ১৪ গোল।

বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুয়ে আজ ১৪ মিনিটেই ১০ জনের দল হয়ে যায় এলচে। এরপরও বার্সেলোনা খুব সহজে গোল পায়নি তাদের বিপক্ষে। বার্সাকে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৪ মিনিট পর্যন্ত। ৩৪ মিনিটে দলকে এগিয়ে দেন লেভাডফস্কি।

গোল পেয়েছেন মেম্ফিস ডিপাই

৭ মিনিট পর বার্সার পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন মেম্ফিস ডিপাই। এ মৌসুমে বার্সার হয়ে এটি ডাচ ফরোয়ার্ডের প্রথম গোল। বেশ কয়েকটি ভালো আক্রমণ করেও প্রথমার্ধে আর গোল পায়নি বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে এলচের রক্ষণে চাপ তৈরি করতে শুরু করেন লেভা-পেদ্রিরা। এর ফলও পেয়ে যান দ্রুত। উসমান দেম্বেলের ক্রস খুঁজে নেয় ডিপাইকে। তাঁর পাস সহজেই নিয়ন্ত্রণে নেন লেভা। ৪৮ মিনিটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান তিনি।
এরপর অবশ্য বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ডিপাই-লেভারা। কখনো সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন, কখনো আবার তাঁদের গোলবঞ্চিত করেছে এলচে গোলকিপারের দুর্দান্ত কিছু সেভ।