Thank you for trying Sticky AMP!!

ডিফেন্সে আগের মতো কার্যকারীতা দেখাতে পারছেন না ফন ডাইকরা

প্রিমিয়ার লিগের ডিফেন্ডাররা কেন রক্ষণ সামলাতে ভুলে গেছেন

প্রিমিয়ার লিগে গত রোববারের লিভারপুল বনাম টটেনহামের ম্যাচটিতে ফিরে যাওয়া যাক। ৩–০ গোলে লিভারপুলের এগিয়ে থাকা ম্যাচে টটেনহাম প্রথম গোলটি শোধ করে ম্যাচের ৪০ মিনিটে। ইভান পেরিসিচের অ্যাসিস্টে গোলটি করেন হ্যারি কেইন। সেই গোলে বাঁ প্রান্তে ডি–বক্সের কাছাকাছি জায়গায় পেরিসিচের কাছে রীতিমতো নাস্তানাবুদ হন বর্তমান সময়ের অন্যতম সেরা সেন্টারব্যাকদের একজন ভার্জিল ফন ডাইক।

এই গোলের দ্বৈরথে পেরিসিচের কাছে ফন ডাইক শুধু পরাস্তই হননি, বরং দৃষ্টিকটুভাবে নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে পড়েও যান। ডাচ ডিফেন্ডারের নাকাল হওয়ার এই দৃশ্য যেন চলতি মৌসুমে ডিফেন্ডারদের হতশ্রী দশার প্রতীক। যেখানে চলতি মৌসুমে এরই মধ্যে ভেঙে গেছে প্রিমিয়ার লিগের ম্যাচপ্রতি গোলের রেকর্ডও।

Also Read: গোল কিক যেভাবে ফুটবল মাঠে পার্থক্য গড়ে দিচ্ছে

গত বুধবার পর্যন্ত হিসাব বিবেচনায় নিলে ম্যাচপ্রতি এই মৌসুমে গোল হয়েছে রেকর্ড ২.৮৪ করে। যা প্রিমিয়ার লিগ যুগে তো বটেই, সব মিলিয়ে ১৯৬৭–৬৮ মৌসুমের পর যা সর্বোচ্চ। প্রিমিয়ার লিগে এবারের আসরে গোলসংখ্যা বাড়ায় বড় ভূমিকা নিশ্চিতভাবে আর্লিং হলান্ডের। তবে এককভাবে সব কৃতিত্ব হলান্ডকে দেওয়ার সুযোগও নেই। একজন খেলোয়াড়ের পক্ষে এককভাবে গোটা মৌসুমের রেকর্ড বুক বদলে দেওয়ার সুযোগ সামান্যই।

এখানে তাই অবদান আছে বাকিদেরও। ক্রিস্টাল প্যালেসের কথাই ধরা যাক। রয় হজসন দায়িত্ব নেওয়ার পর থেকে গত ৬ ম্যাচে ক্লাবটি এককভাবেই করেছে ১৩ গোল। সব মিলিয়ে গত বুধবার পর্যন্ত প্রিমিয়ার লিগে ম্যাচ খেলা হয়েছে ৩৩৪টি। আর এ ম্যাচগুলোতে গোল হয়েছে ৯৪৯টি।

প্রিমিয়ার লিগের ম্যাচপ্রতি গোলের নতুন রেকর্ড হয়েছে এ মৌসুমে

শুধু এটুকুই নয়। এ মৌসুমে শীর্ষ ছয় দলের নিজেদের মধ্যকার খেলাগুলোর ওপর চোখ রাখলেই গোলবন্যার আসল চিত্রটা পাওয়া যাবে। নামে ফুটবল ম্যাচ হলেও দিন শেষে খেলাগুলো বাস্কেট বলের মতোই ফল নিয়ে এসেছে। এই দলগুলোর খেলা ২৯টি ম্যাচে গোল হয়েছে ১০৯টি, ম্যাচপ্রতি গোলসংখ্যা ৩.৭৬।

আধুনিক ফুটবলে গোল না হওয়া নিয়ে ফুটবল বিশ্লেষকদের অনেকের মধ্যে বেশ আক্ষেপ ছিল। কয়েক বছর আগেও নানা নিয়মের বেড়াজালে জালের ঠিকানা খুঁজে নিতে হাঁসফাঁস করত বলগুলো। তবে সাম্প্রতিক সময়ে বদলে গেছে দৃশ্যপট। প্রিমিয়ার লিগের মতো প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায়ও এখন নিয়মিত গোলবন্যায় ভাসছে–ভাসাচ্ছে ক্লাবগুলো।

Also Read: মহানাটকের পর টটেনহামকে হারাল লিভারপুল

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের চেয়ে ম্যাচপ্রতি গোলে এগিয়ে আছে কেবল বুন্দেসলিগা, যাদের ম্যাচপ্রতি গোলসংখ্যা ৩.১২। এরপর দুইয়েই আছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ২.৮ গোল নিয়ে তালিকার তিনে আছে মেসি–নেইমার–এমবাপ্পেদের ফরাসি লিগ ‘আঁ’। পরের দুটি স্থান যথাক্রমে সিরি ‘আ’ (২.৫১) এবং লা লিগার (২.৪৯)।

প্রশ্ন হচ্ছে, প্রিমিয়ার লিগে গোলের ধারায় এমন পরিবর্তনের কারণ কী? আক্রমণভাগের খেলোয়াড়েরা কি অনেক ভালো করছেন, নাকি ডিফেন্ডাররা তাঁদের কাজ ভুলে বসে আছেন? অবশ্য এর জন্য অনেকে চাইলে আধুনিক ফুটবলের কলাকৌশলকেও দুষতে পারেন। যেখানে ডিফেন্ডাররা রক্ষণ সামলানোর বদলে আক্রমণেই বেশি অবদান রাখছেন।

ডিফেন্সে ভুল করে গোল খেয়েছে টটেনহামও

২০১২–১৩ মৌসুমের দিকে ফিরে তাকালে চিত্রটা আরও স্পষ্ট হবে। সেবার যেসব খেলোয়াড় ম্যাচপ্রতি সবচেয়ে বেশি পাস দিয়েছেন, তাঁদের মধ্যে মাত্র নয়জন ছিলেন ডিফেন্ডার, যেখানে সেন্টারব্যাক ছিলেন ছয়জন। ১০ বছর পর এই চিত্র পুরোপুরিভাবেই বদলে গেছে। এ মৌসুমে প্রিমিয়ার লিগে যে ৫০ জন খেলোয়াড় ম্যাচপ্রতি সবচেয়ে বেশি পাস দিয়েছেন, তাঁদের মধ্যে ৩৭ জন হচ্ছেন ডিফেন্ডার, যার দুই–তৃতীয়াংশই আবার সেন্টারব্যাক। এই তালিকার সেরা ২০–এ মিডফিল্ডার আছেন মাত্র ৩ জন। ম্যানচেস্টার সিটির রদ্রি, চেলসির এনজো ফার্নান্দেজ এবং লিভারপুলের থিয়াগো আলকান্তারা।

Also Read: মেসি বিদায় নিলে পিএসজির যত ক্ষতি

আর যেসব দলের ডিফেন্ডাররা সেরা ৫০–এ জায়গা পেয়েছেন, সেই দলগুলো হলো, ব্রাইটন, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম হটস্পার, লেস্টার সিটি, ফুলহাম, ক্রিস্টাল প্যালেস এবং উলভস। সহজ কথায় প্রিমিয়ার লিগের অর্ধেকের বেশি দলের ডিফেন্ডাররা এই তালিকায় জায়গা পেয়েছেন। অবশ্য এর মানে এটা নয় যে বল প্লেয়িং ডিফেন্ডাররা শুধু এই ক্লাবগুলোতেই সীমাবদ্ধ।

দৃশ্যপটের এই বৈপ্লবিক পরিবর্তন বলছে বর্তমান সময়ে একজন ডিফেন্ডারের রক্ষণ সামলানোর পাশাপাশি বল পায়ে রাখা কতটা গুরুত্বপূর্ণ। শুধু রক্ষণ সামলানো হয়তো এখনকার ফুটবলীয় কৌশলে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু নয়। ডিফেন্ডিংকে কেউ চাইলে এখন মৃত শিল্পও বলতে পারেন। বরং নিখুঁত ডিফেন্ডারের চেয়ে কোন ডিফেন্ডার বলের ওপর আধিপত্য বিস্তার করছেন কিংবা কোন দল নিচ থেকে আক্রমণ গড়ে তুলছে, এসবই মূলত এখন খেলার গতিধারার ওপর বেশি প্রভাব রাখছে।

ট্যাকটিক্যালি খেলাটির চিত্রও এখন অনেকাংশে বদলে গেছে। একজন ডিফেন্ডার ম্যাচের ওপর কতটা প্রভাব বিস্তার করছেন, বল পজেশন কীভাবে নিজের কাছে রাখছেন এবং ওপরে উঠে আক্রমণে কতটা অবদান রাখছেন, তার ওপর ম্যাচের অনেক কিছুই নির্ভর করে। আর এত কাজের মধ্যে একজন ডিফেন্ডারের আসল যে কাজ, অর্থ্যাৎ নিজ দলকে গোল খাওয়া থেকে বাঁচানো, তা বেমালুম ভুলে যাচ্ছেন এবং দলগুলোর গোল খাওয়ার প্রবণতাও অনেক বেশি বেড়ে যাচ্ছে।

Also Read: রোনালদো–নেইমারকে যে কারণে কিনতে পারবে না নিউক্যাসল

হাই প্রেসিং ফুটবলীয় কৌশলও ডিফেন্ডারদের অতিরিক্ত ভুলের পথে চালিত করছে, যা প্রতিপক্ষকে গোল করার সুযোগ তৈরি করে দিচ্ছে। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিতে গিয়ে ডিফেন্ডাররা ঠান্ডা মাথায় নিজেদের রক্ষণ সামলানোর কাজটি আর করতে পারছেন না। তাড়াহুড়া করতে গিয়ে তাঁদেরকে নিজেদের জায়গাও ছেড়ে দিতে হচ্ছে। বিশেষ করে প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা অতিরিক্ত পাসিং ফুটবল খেললে ডিফেন্ডাররা অস্থির হয়ে পড়ছেন। বলের দখল নেওয়ার এই প্রবণতার কারণেই মূলত গোলও হজম করতে হচ্ছে অনেক বেশি।

Also Read: পিএসজির প্রতি মেসির ‘অসম্মানজনক আচরণে’ মনঃক্ষুণ্ন রিভালদো

অতিরিক্ত গোল হজম করার আরেকটি বড় কারণ গোল কিক। একটা সময় ছিল, যখন গোল কিকে গোলকিপার লম্বা শটে বলকে মাঝমাঠে পাঠিয়ে দিতেন। কিন্তু এখন দলগুলো আক্রমণের শুরুই করে গোল কিক থেকে। শর্ট বা ছোট পাসে তারা নিজেদের ডি–বক্স থেকেই আক্রমণে চোখ রেখে খেলা শুরু করে। এ ছাড়া নিয়মের পরিবর্তনের ফলে ডিফেন্ডাররা গোলরক্ষকের কাছ থেকে বল নেওয়ার জন্য নিজেদের পেনাল্টি বক্সে অবস্থান নিতে পারবেন।

Also Read: মেসিকে ‘শাস্তি দিয়ে পিএসজি ঠিক কাজটাই করেছে’

আর গোল কিকে সরাসরি অফসাইডের ফাঁদে পড়ার সুযোগও নেই। এর ফলে অনেক সময় বলের নিয়ন্ত্রণ হারিয়ে দলগুলোকে গোল হজম করতে হচ্ছে। কৌশল পরিবর্তনের এ ধারায় সামনের দিনগুলোতেও হয়তো এমন গোলবন্যা আরও দেখা যাবে। যেখানে নিখুঁত ডিফেন্ডাররা আরও বেশি অকার্যকর হয়ে পড়তে পারেন।