চেলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনাল। গতকাল রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্ণিল আয়োজন ও সুরের মূর্ছনায় খেলার বাইরেও রঙিন ছিল ফাইনালের মঞ্চ। ফাইনালে বিশেষভাবে নজর কেড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি। আর সঙ্গে চেলসির উদ্যাপন তো ছিলই। ছবিতে ছবিতে দেখে নিন ফাইনালের গল্প।