গতকাল রাতে পার্ক দ্য প্রিন্সেসে অঁজেরকে ১-০ গোলে হারিয়ে ৬ ম্যাচ হাতে রেখেই লিগ আঁ জিতেছে পিএসজি। গত ১৩ বছরে এটি দলটির ১১তম শিরোপা, কোচ লুইস এনরিকের অধীন টানা দ্বিতীয়। ঘরের মাঠে শিরোপা নিশ্চিতের পর কেমন ছিল পিএসজির উৎসব?
দল আজ চ্যাম্পিয়ন হবে, দেখতে গ্যালারি ভরিয়ে ফেলেছেন সমর্থকেরা শিরোপা উৎসবে আগুন, ধোঁয়া, ড্রামের বাদ্য না থাকলে কি জমে?
বিজ্ঞাপন
রেফারির শেষ বাঁশির পর শিরোপা উৎসব শুরু। কিন্তু সবাই কাঁধে হাত রেখে উদ্যাপন শুরু করতে না করতেই কে যেন একটা লাথি দিয়ে বসলেন গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে আমিও জিতেছি—এমনটাই কি বোঝাতে চাইলেন লুইস এনরিকে
বিজ্ঞাপন
মাঠে খেলেন ফুটবলাররা, যিনি তাঁদের খেলান, সেই কোচই দিনশেষে হয়ে ওঠে উৎসবের মধ্যমণি। যেমনটা লুইস এনরিকেকে নিয়ে আনন্দে মাতলেন পিএসজির খেলোয়াড়েরামৌসুমজুড়ে যাঁরা সঙ্গে ছিলেন, সেই সমর্থকদের কাছে না গেলে কীভাবে হয়!লিগ শিরোপা জয়ের দিনে পিএসজির হয়ে গোল করেছেন দিজেরে দোয়ে। ক্লাবের স্টাফদের উৎসবের কেন্দ্রে থাকলেন এই ফরাসি উইঙ্গারখেলোয়াড়দের উদ্যাপনের পর মাঠে নামেন তাঁদের পরিবারের সদস্যরাওসন্তানদের নিয়েই দর্শকের সঙ্গে সাক্ষাৎ মারকিনিওসের ভালোবাসা প্রকাশে চুমু হয়, চুমু হয় আনন্দে, উচ্ছ্বাসেও। লিগ আঁ জয়ের পর যেমন জোয়াও নেবেস চুমু খেলেন সঙ্গী মাদালেনা অ্যারাগাওয়ের ঠোঁটেপার্ক দ্য প্রিন্সেসে ছিল ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি, যা নিয়ে দর্শকেরাও ছিলেন আগ্রহী। জুনে এই টুর্নামেন্টও নিশ্চয়ই জিততে চাইবে পিএসজি।