এমন একটি মুহূর্তের জন্য নিশ্চয়ই অনেক বছর ধরে অপেক্ষায় ছিলেন কিলিয়ান এমবাপ্পে। শৈশবে ক্রিস্টিয়ানো রোনালদোর পোস্টারে ঠাসা ঘরটায় বসেও হয়তো অসংখ্যবার দেখেছেন এই স্বপ্ন—মাঠ ছেড়ে যাওয়ার সময় উঠে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন সান্তিয়াগো বার্নাব্যুতে উপস্থিত দর্শক। এমবাপ্পে এমন স্বপ্ন দেখুন বা না দেখুন সত্যি কথা হচ্ছে গতকাল রাতে এমন এক স্বপ্নময় মুহূর্তে ভ্রমণ করেছেন এমবাপ্পে।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ প্লে–অফের দ্বিতীয় লেগে হ্যাটট্রিক করে মাঠ ছাড়ার সময় এমবাপ্পেকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছেন রিয়াল সমর্থকেরা। সম্মাননা পাওয়ার ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে কয়েক মাস ধরে তাঁকে ঘিরে তৈরি হওয়া সব সংশয় ও অনিশ্চয়তাকেও তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন এমবাপ্পে। এমনকি ম্যাচ শেষে এই ফরাসি তারকার ‘রোনালদোর পর্যায়ে পৌঁছানোর সামর্থ্য আছে’ বক্তব্যে উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
নানা নাটকীয়তার পর চলতি মৌসুমে পিএসজি থেকে রিয়ালে যোগ দিয়েছেন এমবাপ্পে। শুরুতে থিতু হতে একটু সময় নিলেও এখন রীতিমতো উড়ছেন এই ফরোয়ার্ড। সব মিলিয়ে এখন পর্যন্ত রিয়ালের হয়ে ২৮ গোল করেছেন এমবাপ্পে। যেখানে সর্বশেষ সংযোজন গতকাল রাতের হ্যাটট্রিক।
ম্যাচ শেষে এমবাপ্পের মধ্যে অসীম সম্ভাবনা দেখার কথা বলেছেন আনচেলত্তি, ‘তার রোনালদোর পর্যায়ে যাওয়ার মতো সামর্থ্য রয়েছে। এ জন্য তাকে পরিশ্রম করতে হবে। কারণ, রোনালদো মানদণ্ডটা অনেক ওপরে রেখেছে। আর এমবাপ্পে এই ক্লাবের হয়ে মাত্রই শুরু করেছে।’
কেন এমবাপ্পে রোনালদোকে ছুঁতে পারেন, সেটা ব্যাখ্যা করে আনচেলত্তি আরও যোগ করেন, ‘সে যে মানের ফুটবল খেলে এবং এখানে খেলার ব্যাপারে তার যে আগ্রহ, সে চাইলে রোনালদোর পর্যায়ে যেতে পারবে। যদিও কাজটা তার জন্য মোটেই অসম্ভব নয়। কিন্তু তাকে পরিশ্রম করতে হবে।’
আনচেলত্তির প্রত্যাশার সুর ম্যাচ শেষে এমবাপ্পের কণ্ঠেও শোনা গেছে, ‘আমার জন্য মানিয়ে নেওয়ার সময় শেষ। এখন আমাকে নিজের সামর্থ্য দেখাতে হবে। আমি এখানে ভালো খেলতে চাই। এই মৌসুমে একটা ছাপ রাখতে চাই। আমরা ম্যাচ জিতে পরের পর্বে যেতে চেয়েছি। আমাদের জন্য চ্যাম্পিয়নস লিগের পরের পর্বে যাওয়া ছাড়া অন্য কোনো কিছুর যৌক্তিকতাও নেই।’
রোনালদোর সঙ্গে তুলনা শুরু হলেও প্রথম মৌসুমে এমবাপ্পের সুযোগ আছে তাঁর আদর্শ ‘সিআর সেভেন’কে টপকে যাওয়ার। এমবাপ্পে এরই মধ্যে রিয়ালের হয়ে ২৮ গোল করেছেন। রিয়ালে আসার পর ২০০৯–১০ মৌসুমে রোনালদো করেছিলেন সব মিলিয়ে ৩৩ গোল।
এখন সামনের দিনগুলোয় নিশ্চিতভাবে রোনালদোর প্রথম মৌসুমের পারফরম্যান্সকে ছাড়িয়ে সুযোগ আছে এমবাপ্পের। ৯ মৌসুম রিয়ালে কাটানো রোনালদো ৪৩৮ ম্যাচ করেছিলেন ৪৫০ গোল। এমবাপ্পের জন্য যা এখনো বহুদূর।