পেনাল্টি গোলে প্লিমাউথকে এগিয়ে নেওয়ার পর রায়ান হার্ডির (মাঝে) উদ্‌যাপন। এই গোলটিই লিভারপুলকে বিদায় করে দিয়েছে
পেনাল্টি গোলে প্লিমাউথকে এগিয়ে নেওয়ার পর রায়ান হার্ডির (মাঝে) উদ্‌যাপন। এই গোলটিই লিভারপুলকে বিদায় করে দিয়েছে

এফএ কাপে ভূমিকম্প, লিভারপুলকে বিদায় করল পুঁচকে প্লিমাউথ

এক দল স্বপ্ন দেখছে ইংল্যান্ড ও ইউরোপ সেরা হওয়ার। আরেক দল আশঙ্কায় ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ থেকে অবনমনের। প্রথম দলটি লিভারপুল, যারা এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম পর্বটাও সবার ওপরে থেকে শেষ করেছে আর্নে স্লটের দল। দ্বিতীয় দলটি প্লিমাউথ আর্গাইল, যারা কিনা পড়ে আছে ২৪ দলের চ্যাম্পিয়নশিপের তলানিতে।

আজ বিপরীত মেরুতে থাকা এমন দুটি দলই মুখোমুখি হলো এফএ কাপে। আর সেই ম্যাচ শেষে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ল প্লিমাউথ আর্গাইল। ঘরের মাঠে চতুর্থ রাউন্ডের ম্যাচটিতে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে দলটি।

৫৩ মিনিটে পেনাল্টি থেকে প্লিমাউথকে একমাত্র গোলটি এনে দেন রায়ান হার্ডি। দ্বিতীয় সারির দল নামানো লিভারপুল এরপর চেষ্টার পর চেষ্টা করেও গোল পায়নি। প্লিমাউথ গোলরক্ষক কনর হ্যাজার্ড বাধার প্রাচীর হয়েই রুখে দিয়েছেন একের পর এক আক্রমণ।

শেষ দিকে দারুণ দুটি সেভ করে লিভারপুলকে গোল পেতে দেননি প্লিমাউথ গোলরক্ষক কনর হ্যাজার্ড

এই হারে লিভারপুলের কোয়াড্রপল বা চারটি শিরোপা জেতার স্বপ্ন শেষ হয়ে গেল। দলটি এখন শিরোপা দৌড়ে টিকে আছে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ ও ইংলিশ লিগ কাপে।

বৃহস্পতিবার লিগ কাপে লিভারপুলের যে দলটি টটেনহামে ৪-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে, সেই দলে ১০ জনই ছিলেন না আজ প্রথম একাদশে। মোহাম্মদ সালাহ, ভার্জিল ফন ডাইক ও কোডি গাকপোরা তো বদলির তালিকাতেও ছিলেন না। তবু কম ভয়ংকর ছিল না দলটির আক্রমণভাগ। লুইস দিয়াজ, দিয়োগো জোতা ও ফেদেরিকো কিয়েসারা তো ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মৌসুমের চতুর্থ হারটি এফএ কাপ থেকে বিদায় করে দিল লিভারপুলকে।

লিভারপুল মূল্য দিয়েছে হার্ভি এলিয়টের হ্যান্ডবলের। এই কারণেই পেনাল্টি। আর তা থেকে ঠান্ডা মাথায় কেভিন কেলাহারকে পরাস্ত করেন হার্ডি। কিছু সময় পরেই কেলাহার অবশ্য দারুণ একটি সেভ করে হার্ডিকে দ্বিতীয় গোল পেতে দেননি।

গোল মিসের হতাশা লিভারপুলের

গোল খাওয়ার পর স্লট মাঠে নামান দারউইন নুনিয়েজকে। কিন্তু তাতেও ভাগ্য পাল্টায়নি। শেষ দিকে দারুণ দুটি সেভ করে নায়ক হয়েছেন কনর হ্যাজার্ড।