Thank you for trying Sticky AMP!!

মার্শেইয়ের বিপক্ষে মেসির গোলে সহায়তা করেন এমবাপ্পে, এমবাপ্পের গোলে মেসি

মেসির রেকর্ডের রাতে এমবাপ্পেকে নিয়ে পিএসজি কোচের উচ্ছ্বাস

৭০০ গোলে লিওনেল মেসিই কি প্রথম?

ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে গবেষণা সংস্থা আইএফএফএইচএসের তথ্য বলছে, শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে ৭০০ ক্যারিয়ার গোলের মাইলফলক প্রথম ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মানদণ্ড যদি হয় ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দল—মেসিই প্রথম। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে খেলে গোল করেছেন ৬৯৬টি। তাঁর বাকি গোল সৌদি প্রো লিগ ও পর্তুগিজ প্রিমেরা লিগে।

Also Read: মেসির সামনে ৮০০ গোল ছাড়াও আরও যেসব মাইলফলক

মেসি এখনো ইউরোপের বাইরে খেলতে যাননি। বার্সেলোনায় দীর্ঘ সময় কাটিয়ে এখন খেলছেন ফ্রান্সের পিএসজিতে। বার্সা ক্যারিয়ারে ৬৭২ গোল করা আর্জেন্টাইন অধিনায়ক গতকাল পিএসজির হয়ে করেছেন ২৮তম গোল। তাতেই ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ক্লাবে খেলা খেলোয়াড়দের মধ্যে প্রথম ফুটবলার হিসেবে ৭০০ গোলের রেকর্ড গড়লেন মেসি।

মার্শেইয়ের বিপক্ষে মেসি ১টি, এমবাপ্পে ২টি গোল করেন

লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে রেকর্ড ছোঁয়ার দিনটিতে দুটি গোলে সহায়তাও করেছেন মেসি। আর সেই দুটি গোল করে পিএসজি ইতিহাসের দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে। প্যারিসের ক্লাবটির হয়ে এমবাপ্পের গোলসংখ্যা এখন ২০০। এটিই পিএসজির হয়ে কারও সর্বোচ্চ গোল।

Also Read: মেসির ৭০০তম গোলের রাতে এমবাপ্পেরও জোড়া গোল, পিএসজির জয়

এর আগে উরুগুইয়ান স্ট্রাইকার এদিনসন কাভানিও দুই শ গোল করেছিলেন। তবে গোলের ‘দ্বিশতকে’ পৌঁছতে কাভানির লেগেছিল ৩০১ ম্যাচ, এমবাপ্পে ছুঁয়ে ফেললেন ২৪৬ ম্যাচেই।

ক্লাব ক্যারিয়ারে ৭ শ গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি

মার্শেইয়ের বিপক্ষে ৫৫তম মিনিটে এমবাপ্পের মাইলফলকের গোলটি ছিল দুর্দান্ত। এটি ছিল মৌসুমে মেসির ১২তম অ্যাসিস্ট। বাঁ দিক দিয়ে মার্শেই রক্ষণে প্রবেশ করে মেসির দিকে বল বাড়িয়েই চলে যান ডি বক্সের ভেতরে। দারুণ দক্ষতায় ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে এমবাপ্পের পথে বল বাড়ান মেসি। বাঁ পায়ের ভলিতে বল জালে জড়িয়ে দেন এমবাপ্পে।

এমবাপ্পের আলিঙ্গনে মেসি

ম্যাচ শেষে ২৪ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডের খেলার ধরনের প্রশংসা ঝরেছে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের কণ্ঠে, ‘কখন কোন দিকে থাকতে হবে, এটা এমবাপ্পের জানা। খুব দ্রুত দৌড়াতেও পারে। (গোলের জন্য) শুধু দারুণ দুটি পা-ই নয়, গতিও অসাধারণভাবে কাজে লাগাতে পারে। এখন কাভানিকে ছুঁয়েছে, নিশ্চিতভাবে টপকেও যাবে।’

Also Read: ‘প্রিমিয়ার লিগে খেললেও সবার সেরাই হতেন মেসি’