ম্যাচের পর দর্শকদের ধন্যবাদজ্ঞাপনে (বাঁ থেকে) লুইস সুয়ারেজ, মার্সেলো ভেইগান্ট ও লিওনেল মেসি।
ম্যাচের পর দর্শকদের ধন্যবাদজ্ঞাপনে (বাঁ থেকে) লুইস সুয়ারেজ, মার্সেলো ভেইগান্ট ও লিওনেল মেসি।

ফিফা ক্লাব বিশ্বকাপ

মেসিদের ম্যাচে নায়ক অন্য এক আর্জেন্টাইন

ম্যাচের স্কোরলাইন আর যাকেই হোক, ফিফাকে সন্তুষ্ট করবে না। এই প্রথম ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ, যা নিয়ে নানা সমালোচনার পরও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রথম ম্যাচে লিওনেল মেসি নামছেন বলে দুর্দান্ত একটা শুরুর আশাও নিশ্চয়ই ছিল ফিফার।

কিন্তু বর্ধিত কলেবরের ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচের ফলটা হলো নিতান্তই সাধারণ। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামি বা আল আহলি কোনো দলই গোল করতে পারেনি।  ইন্টার মায়ামি ০, আল আহলি ০। শেষটা সমতায় হলেও ‘এ’ গ্রুপের ম্যাচটি অবশ্য লড়াই, পাল্টা লড়াইয়ে ভালোই জমেছিল। যে লড়াইয়ে ম্যাচসেরার স্বীকৃতি উঠেছে এক আর্জেন্টাইনের হাতে।

ম্যাচে কোনো দল গোল করতে না পারলেও সম্ভাবনায় বেশি এগিয়ে ছিল আল আহলি। মিসরের ক্লাবটি প্রথমার্ধের শেষ দিকেই পেনাল্টি পেয়েছিল। তবে ত্রেজেগিটের নেওয়া শট সেভ করে ফেলেন ইন্টার মায়ামি গোলকিপার অস্কার উসতারি। ৩৮ বছর বয়সী এই গোলকিপার শুধু ৪৩তম মিনিটের ওই পেনাল্টি সেভই নয়, পুরো ৯০ মিনিটের খেলায় সেভ করেছেন মোট ৮টি।

যে পেনাল্টি সেভ করেছেন উসতারি।

ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা উসতারিকে আর্জেন্টাইন সমর্থকেরা ভালো করেই চেনার কথা। ২০০৫ সালে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলকিপার ছিলেন উসতারি, যা ছিল আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম শিরোপা। এরপর দুজনে একসঙ্গে জিতেছেন ২০০৮ বেইজিং অলিম্পিকের সোনাও। পরবর্তী সময়ে লা লিগার দল হেতাফে ও আলমেরিয়ায় খেলা উসতারি অবশ্য আন্তর্জাতিক ফুটবলে নিজেতে থিতু করতে পারেননি। খেলতে পেরেছেন মোটে দুটি ম্যাচ।

ইন্টার মায়ামির আর্জেন্টাইন গোলকিপার অস্কার উসতারি।

সর্বশেষ চিলির দল অডাক্স ইতালিয়ানোয় খেলা উসতারি ফ্রি এজেন্ট হিসেবে মায়ামিতে যোগ দেন গত সেপ্টেম্বরে।

ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উসতারির মতো ব্যস্ত সময় পার করতে হয়েছে আল আহলি গোলকিপার মোহাম্মদ এল সেনাউয়িকেও। মোট ৫টি সেভ করেছেন ৩৬ বছর বয়সী এই গোলকিপার। যার একটি ছিল ম্যাচের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে লুইস সুয়ারেজের শটে। এর কিছুক্ষণ আগে মেসির একটি শট বারে গিয়ে লাগে।

শেষ মুহূর্তে গোলের সুযোগ নষ্ট হলেও ম্যাচশেষে ফল নিয়ে সন্তুষ্টিই প্রকাশ করেছেন ইন্টার মায়ামি কোচ মাচেরানো। ডিএজেডএনকে তিনি বলেন, ‘পারফরম্যান্স নিয়ে আমি খুশি। প্রথমার্ধে আমরা বলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধে অনেক ভালো খেলেছি।’

মেসির শট আল আহলি গোলকিপারের হাত হয়ে বারে লাগে।

ইন্টার মায়ামি ও আল আহলি দুই দলের জন্যই নকআউটে ওঠার পথ কিছুটা কঠিন হয়ে গেছে। গ্রুপের অপর দুই দল পোর্তো এবং পালমেইরাসকেই ফেবারিট ভাবা হচ্ছে।

মায়ামির পরের ম্যাচ ১৯ জুন রাত ১টায় পর্তুগালের দল পোর্তোর বিপক্ষে। আর ব্রাজিলের পালমেইরাসের বিপক্ষে আল আহলির ম্যাচ একই দিন রাত ১০টায়।