৩-১ গোলে পিছিয়ে পড়ার পর ৪-৩ গোলের অসাধারণ এক জয়। মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য যে জয় হতে পারে বার্সেলোনার বড় প্রেরণাও। কিন্তু সেল্তা ভিগোর বিপক্ষে লা লিগায় গত রাতে উচ্ছ্বাসের পাশাপাশি উদ্বেগ নিয়েও মাঠ ছেড়েছে বার্সেলোনা। ম্যাচেই চোট পেয়ে মাঠ ছেড়েছেন বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। যে চোটে তিনি অনিশ্চিত হয়ে গেছেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের ফাইনাল, এমনকি ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও!
চোট পাওয়ার পর বাঁ পায়ের পেছনের ঊরুর পেশি চেপে ধরে লেভানডফস্কি মাঠ ছেড়েছেন ম্যাচের ৭৭ মিনিটে। তখন ৩-৩ সমতা চলছে। পরে যোগ হওয়ার সময়ের একেবারে শেষের দিকে রাফিনিয়ার গোলে ম্যাচটা অবিশ্বাস্যভাবে জিতেছে বার্সেলোনা। যে জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে লিগে ৭ পয়েন্ট এগিয়ে গেছে বার্সেলোনা। আপাতত ৩২ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৩। ৩১ ম্যাচ থেকে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৬। আজ রাতে কার্লো আনচেলত্তির দল বিলবাওকে হারালে ব্যবধান আবার ৪ পয়েন্টে নেমে আসবে। তবে লা লিগায় শিরোপা নির্ধারণে বড় ভূমিকা রাখবে আগামী ১১ মের এল ক্লাসিকো।
এর আগেই অবশ্য একবার রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা, সেটা আগামী শনিবার কোপা দেল রের ফাইনালে। বার্সার বড় দুশ্চিন্তা, এখন সেই ম্যাচে লেভাকে পাওয়া নিয়ে। গত রাতে ম্যাচের পরপরই স্পেনের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, লেভানডভস্কির চোট হ্যামস্ট্রিংয়ে এবং এর কারণে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। সেটা যদি হয় তাহলে শুধু কোপা দেল রের ফাইনালই নয়, আগামী মাসের প্রথম সপ্তাহে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দুই লেগেও লেভাকে পাওয়া যাবে কি না, সেই শঙ্কা জাগছে। লিগে বার্সেলোনার পরের ম্যাচ আগামী মঙ্গলবার মায়োর্কার বিপক্ষে। ওই ম্যাচে যে লেভা থাকছেন না, এটা প্রায় নিশ্চিত।
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক অবশ্য এখনই নিশ্চিত কিছু বলতে পারেননি। ম্যাচের পর তিনি বলেছেন, ‘লেভানডভস্কির এমআরআই করানো হবে আগামীকাল। রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’
৩৬ বছর বয়সী এই পোলিশ ফরোয়ার্ড চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন—সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে করেছেন ৪০ গোল, যার মধ্যে ১১টি এসেছে চ্যাম্পিয়নস লিগে। মৌসুমের এমন এক গুরুত্বপূর্ণ সময়ে এসে তাঁকে হারানো বার্সার জন্য তো অবশ্যই বড় ধাক্কা।