সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। থিম্পুতে অনুষ্ঠিত ম্যাচে সৌরভী আকন্দ হ্যাটট্রিক করেন। অন্য গোলটি করেন থুইনু মারমা। এই জয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। তবে, ভারতকে বাকি ম্যাচে হারানো এবং গোল ব্যবধানের হিসাবও রয়েছে। চার দলের এই টুর্নামেন্টে ডাবল লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। বেশি পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন।