
দীর্ঘ ৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর বাফুফে সীমিত পরিসরে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শুরুর কথা বললেও রাত সোয়া ১২টা পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মনোনীত প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে দেখা যায় নতুন এক দৃশ্য।
টিকিফাই সাইটে ঢুকে টিকিট কেনার চেষ্টা করলে লেখা আসে, ‘আপনি এখন লাইনে আছেন। আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ। আপনার আনুমানিক অপেক্ষার সময় ৩ ঘণ্টা ৮ মিনিট। আমরা বর্তমানে বিপুল পরিমাণে ট্রাফিকের সম্মুখীন হচ্ছি এবং একই সময়ে ওয়েবসাইটে ব্যবহারকারীর সংখ্যা সীমিত রাখতে একটি ভার্চ্যুয়াল কিউ ব্যবহার করছি। এটি আপনাকে সর্বোত্তম অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করবে।’
কারও কারও ক্ষেত্রে এই অপেক্ষার সময় চার থেকে পাঁচ ঘণ্টাও দেখায়। নির্দিষ্ট এই সময় অপেক্ষার পর ফুটবলপ্রেমীরা বহুল কাঙ্ক্ষিত টিকিট কাটতে পারবেন, নাকি পরবর্তী ধাপগুলোও এ রকম অপেক্ষার হবে, সেটাও স্পষ্ট করে বলা নেই।
যদিও সোমবার রাত ৯টা ৪০ মিনিটে বাফুফের মিডিয়া বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আজ রাত ১০টা থেকে অনলাইনে পাওয়া যাবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের ক্লাব হাউস ২ এবং নর্থ-ওয়েস্ট গ্যালারির টিকিট। পূর্ব পাশের গ্যালারির টিকিট খুব শিগগিরই পাওয়া যাবে।’
এর আগে গত শনিবার রাত ১১টা ২০ মিনিটে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির ওয়েবসাইট টিকিফাই সাইবার আক্রমণের শিকারের কথা জানায় বাফুফে। এ জন্য দুঃখ প্রকাশ করে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, টিকিট বিক্রির ওয়েবসাইটটি ‘সাইবার হামলার’ শিকার হয়েছে।
শনিবার রাত আটটা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করে টিকিফাই। যদিও ওয়েবসাইটে ঢুকে অনেকেই টিকিট কাটতে পারেননি। কারও কারও পর্দায় ভেসে ওঠে, ‘503 Service Temporarily Unavailable’। যদিও বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল গতকাল প্রথম আলোকে জানিয়েছেন, প্রথম দফায় সাড়ে তিন হাজার টিকিট বিক্রি হয়েছে।
বাংলাদেশ-সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। চার বছর পর নতুনভাবে সেজে ওঠা জাতীয় স্টেডিয়ামে বহুল আলোচিত আন্তর্জাতিক ম্যাচ, সঙ্গে হামজা চৌধুরী ও শমিত সোমের সঙ্গে ফাহামিদুল ইসলামের মতো ফুটবলারদের খেলা দেখার সুযোগ।