সামনে এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইপর্বে খেলবে বাংলাদেশ। মিয়ানমারে ‘সি’ গ্রুপের খেলায় বাংলাদেশের তিন প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। ২৯ জুন, ২ জুলাই এবং ৫ জুলাই এই তিনটি ম্যাচ সামনে রেখে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। আজ শেষ প্রস্তুতির পর চূড়ান্ত স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। রাতেই মিয়ানমারের উদ্দেশে উড়াল দেওয়ার কথা মেয়েদের। জাতীয় স্টেডিয়ামে আজ শেষ প্রস্তুতিতে প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায় বিভিন্নভাবে ধরা পড়লেন নারী ফুটবলাররা—
