Thank you for trying Sticky AMP!!

পিএসজি র ব্রাজিলিয়ান তারকা নেইমার

নেইমারকে আর্সেনালে দেখলে খুশি হবেন পেতি

পিএসজিতে এমএনএম ত্রয়ী যে ভাঙছে, এটা এখন অনেকটাই নিশ্চিত। লিওনেল মেসির সঙ্গে প্যারিসের দলটির বর্তমান চুক্তির মেয়াদ আছে এ মাসের জুন পর্যন্ত। এখনো নতুন চুক্তি নিয়ে কোনো খবর নেই। ইউরোপের সংবাদমাধ্যমগুলো বলছে, প্যারিসে আর থাকছেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক।

শুধু মেসিই নন, পিএসজি ছাড়ার কথা নাকি ভাবছেন নেইমারও। ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যম নেইমারের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে এমন খবর ছাপার পর বড় ক্লাবগুলোর অনেকেই ব্রাজিলিয়ান তারকাকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করে যাচ্ছে। বিশেষ করে ইংলিশ ক্লাবগুলো। এর মধ্যে উল্লেখযোগ্য চেলসি ও আর্সেনাল

Also Read: নেইমার পিএসজি ছাড়ার কথা ঘনিষ্ঠজনদের জানিয়েছেন

পিএসজির অনুশীলনে নেইমার

নেইমার যদি পিএসজি ছাড়েন, তাহলে ফ্রান্স ও আর্সেনালের সাবেক ফুটবলার এমানুয়েল পেতি তাঁকে আর্সেনালেই দেখতে চান। তাঁর মতে, নেইমারের জন্যও আর্সেনালে যাওয়াটাই ভালো হবে। সেখানে তিনি ফুটবলটা উপভোগ করতে পারবেন।

ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের সদস্য পেতি ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল ও চেলসিতে খেলেছেন। দুটি দলেই তিনটি করে মৌসুম কাটানো ফ্রান্সের সাবেক মিডফিল্ডার নেইমারকে আর্সেনালে যাওয়ার পরামর্শ দিয়ে রেখেছেন, ‘নেইমার যেকোনো বড় ক্লাবেই মানিয়ে নিতে পারবে। সে আর্সেনালে গেলে আমার ভালো লাগবে এবং আমি মনে করি, তারও ভালো লাগবে।’

পেতি কেন নেইমারকে আর্সেনালে দেখতে চাইছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন, ‘আমি মনে করি, সে টেকনিক্যাল ফুটবল এবং আর্সেনালের ধরনটা পছন্দ করবে। সে নিজেকে অনেকটাই পরিণত করে তুলতে পেরেছে বলে তরুণ খেলোয়াড়দের সঙ্গে খেলতে পছন্দ করবে।’

Also Read: মাঠে দুয়ো শোনা মেসির সমর্থনে ভিডিও কলে একত্রিত হলেন নেইমার–সুয়ারেজ

ভ্যালেন্সিয়ার মাঠে আবারও বর্ণবাদের শিকার রিয়াল তারকা ভিনিসিয়ুস

বার্সেলোনা ও মোনাকোর সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার এখানেই থামেননি। পেতি এরপর যোগ করেন, ‘পিএসজিতে যা কিছুর মধ্য দিয়ে সে যাচ্ছে, আর্সেনালে গেলে মানসিক শান্তিটা পাবে। সে যদি পিএসজি ছাড়েই, আর্সেনালে গেলে খুশি থাকবে।’

পেতি কথা বলেছেন সম্প্রতি ভ্যালেন্সিয়ার মাঠে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে হওয়া বর্ণবাদী আচরণ নিয়েও। এ ক্ষেত্রে তাঁর কথা, ‘আমি হতাশ হয়েছি। এমনকি কিছু ম্যাচ পরবর্তী আলোচনা দেখে এবং লা লিগার এক গভর্নরের কথা শুনে আমার মনে হয়েছে—এদের সমস্যাটা কী! আমি ঠিক বুঝতে পারছি না, (লা লিগায়) এসব হচ্ছেটা কী।’

Also Read: ভিনিসিয়ুস শাস্তি পাচ্ছেন না, ভ্যালেন্সিয়ার সেই গ্যালারি বন্ধ