Thank you for trying Sticky AMP!!

বার্সেলোনার উইঙ্গার লামিনে ইয়ামাল

ইয়ামালকে নিয়ে টিভিতে আপত্তিকর মন্তব্য, প্রতিবাদে চ্যানেল বর্জন বার্সা-পিএসজির

কৈশোরেই যেভাবে আলো ছড়াচ্ছেন, তাতে অনেকেই লামিনে ইয়ামালের মধ্যে আগামীর মহাতারকা হওয়ার সব রকম সম্ভাবনা দেখতে পাচ্ছেন। গত রাতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষেও দারুণ খেলেছেন ইয়ামাল। বার্সেলোনার ৩-২ ব্যবধানের জয়ে নিজে গোল করতে বা করাতে না পারলেও একাধিকবার পিএসজির রক্ষণভাগকে পরীক্ষায় ফেলেছেন।

এমন সম্ভাবনাময় ফুটবলারকে নিয়েই ম্যাচ শুরুর আগে আপত্তিকর মন্তব্য করেছেন আর্জেন্টিনার সাবেক গোলকিপার হেরমান বারগোস, যিনি আতলেতিকো মাদ্রিদেরও সাবেক গোলকিপার ও কোচ এবং বর্তমানে ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করছেন। স্প্যানিশ টিভি চ্যানেল ও চ্যাম্পিয়নস লিগের অন্যতম সম্প্রচারকারী প্রতিষ্ঠান মুভিস্টার প্লাসে বারগোসের সেই মন্তব্যের জেরে তাদের বর্জন করেছে বার্সেলোনা ও পিএসজি। শেষ পর্যন্ত বারগোস ক্ষমা চাইলেও লাভ হয়নি। দুই দলের খেলোয়াড়েরা ম্যাচ শেষে মুভিস্টার প্লাসের সঙ্গে কথা বলা এবং সাক্ষাৎকার দেওয়া থেকে বিরত থাকেন।  

আজ বিকেলে স্পেনের ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘রেলেভো’ জানিয়েছে, বারগোস মুভিস্টার প্লাস থেকে পদত্যাগ করেছেন।

পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে কাল ম্যাচ শুরুর আগে বল নিয়ে কারিকুরি করছিলেন ইয়ামাল। এ সময় বার্সার ১৬ বছর বয়সী উইঙ্গারের উদ্দেশে বারগোস বলেন, ‘সে যদি বড় মাপের ফুটবলার হতে ব্যর্থ হয়, তাহলে এসব দক্ষতা ট্রাফিক আলোর নিচে (ট্রাফিক সিগনালে) দেখাতে হবে।’

মুভিস্টার প্লাসে ইয়ামালকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন হেরমান বারগোস

বার্তা সংস্থা এএফপি বলছে, বারগোস তাঁর এই কথার মাধ্যমে আসলে বোঝাতে চেয়েছেন, ইয়ামাল রাস্তায় ভিক্ষা করবেন বা রাস্তায় তাঁর ফুটবলশৈলী দেখিয়ে টাকার জন্য মানুষের কাছে হাত পাতবেন। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বারগোসের মন্তব্যকে ‘নিম্নশ্রেণির’ আখ্যায়িত করেছে।

তবে বারগোসের দাবি, তাঁর মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। প্রথমে মুভিস্টার প্লাস‍ এবং পরে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিষয়টি খোলাসা করে ক্ষমাও চেয়েছেন ৫৪ বছর বয়সী এই আর্জেন্টাইন। মুভিস্টার প্লাসকে তিনি বলেছেন, ‘আমি কাউকে আঘাত করার জন্য মন্তব্যটি করিনি। এটা আমার উদ্দেশ্য ছিল না। কিন্তু কখনো কখনো হাস্যরস আপনাকে সমস্যায় ফেলতে পারে। কেউ যদি আমার মন্তব্যে বিরক্ত হন, তাহলে আমি দুঃখিত এবং প্রকাশ্যে ক্ষমাপ্রার্থী।’

Also Read: ইয়ামালের বাজারমূল্য বাড়ছে তরতরিয়ে

ইয়ামালকে নিয়ে বারগোসের আপত্তিকর মন্তব্যের জন্য মুভিস্টার প্লাসও ক্ষমা চেয়েছে এবং নিশ্চিত করেছে যে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এতেও মন গলেনি বার্সা ও পিএসজির। দল দুটির খেলোয়াড়েরা মুভিস্টার প্লাসকে বর্জনের সিদ্ধান্তে অটল ছিল।

ম্যাচ শেষে বার্সা-পিএসজির খেলোয়াড়েরা মুভিস্টার প্লাসকে সাক্ষাৎকার না দেওয়ার ব্যাখ্যায় প্যারিসে থাকা চ্যানেলটির প্রতিবেদক রিকার্দো সিয়েরা বলেছেন, ‘আমি বুঝতে পারছি অনেক দর্শক আমাদের সঙ্গে বার্সা খেলোয়াড়দের কথোপকথন ও সাক্ষাৎকার দেখার আশা করেছিলেন। কিন্তু উয়েফা, পিএসজি ও বার্সা আমাদের অবহিত করেছে যে তাঁরা আমাদের সঙ্গে কথা বলতে চাইছেন না। কারণ, ম্যাচের আগে আমাদের নেটওয়ার্কে করা একটি মন্তব্য নিয়ে তারা খুবই ক্ষুব্ধ।’

Also Read: লামিনে ইয়ামাল: কৈশোরেই তার পা যেন হীরার ছুরি