Thank you for trying Sticky AMP!!

লিওনেল মেসি, নেইমার আর সুয়ারেজ যখন বার্সায় ছিলেন

মাঠে দুয়ো শোনা মেসির সমর্থনে ভিডিও কলে একত্রিত হলেন নেইমার–সুয়ারেজ

পিএসজিতে লিওনেল মেসির সময়টা মোটেই ভালো যাচ্ছে না। অনুমতি ছাড়া সৌদি আরব ভ্রমণে গিয়ে পিএসজির সমর্থকদের তোপে পড়তে হয়েছে। একই সঙ্গে পেতে হয়েছে ক্লাব থেকে নিষেধাজ্ঞাও। অনুমতি ছাড়া সৌদি ভ্রমণে যাওয়ার জন্য পরে অবশ্য ক্লাব আর সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

ক্ষমা চেয়েও পিএসজির সমর্থকদের মন জিততে পারলেন কই মেসি! গতকাল রাতে অ্যাজাকসিওর বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচে যখনই মেসির পায়ে বল গেছে, দুয়ো দিয়েছে তারা। পিএসজির সমর্থকদের কাছ থেকে মেসির দুয়ো শোনার ঘটনা অবশ্য এটাই প্রথম নয়, এর আগেও পিএসজির সমর্থকেরা দুয়ো দিয়েছিল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ককে।

Also Read: মেসির ফেরার ম্যাচে পিএসজির গোল উৎসব, এমবাপ্পের জোড়া গোল

এমন এক রাতে মেসিকে সমর্থন জোগাতে গ্যালারিতে ছিলেন পিএসজির আরেক তারকা নেইমার। চোটের কারণে মাঠের বাইরে থাকা পিএসজির এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মেসিকে সমর্থন দিতে গ্যালারিতে বসে ফোনে যুক্ত করেছেন তাঁদের আরেক বন্ধু লুইস সুয়ারেজকেও।

মেসি যখন মাঠে খেলছিলেন, তখন নেইমার ও সুয়ারেজ নিজেদের মাঝে ভিডিও কলে কথা বলেছেন। পরে নিজেদের কথোপকথনের স্ক্রিনশট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নেইমার। যেখানে ক্যাপশনে নেইমার লিখেছেন, ‘একসঙ্গে আমাদের বন্ধু লিওনেল মেসিকে দেখছি।’

এই ছবি পোস্ট করেছেন নেইমার

পরে নেইমারের সেই পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সুয়ারেজ। স্প্যানিশ ভাষায় সুয়ারেজ যা লিখেছেন, সেটার বাংলা করলে অর্থ দাঁড়ায় এ রকম, ‘আমি সব সময় গ্রেটদের সম্মান করি।’ তাঁর এই মন্তব্যের ইঙ্গিতটা স্পষ্ট—মেসি ফুটবল–বিশ্বে কতটা শ্রদ্ধার পাত্র, সেটাই পিএসজির সমর্থকদের মনে করিয়ে দিতে চাইলেন বার্সেলোনার সাবেক তারকা।

Also Read: মেসি বিদায় নিলে পিএসজির যত ক্ষতি

এর আগেও মেসির বার্সেলোনায় ফেরা নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছিলেন সুয়ারেজ। যেখানে বার্সায় থাকাকালে মেসির সঙ্গে নিজের গোল উদ্‌যাপনের ছবি দিয়ে সুয়ারেজ লিখেছিলেন, ‘ফেরা’। অনেকের ধারণা, এই পোস্ট দিয়ে সুয়ারেজ মেসিকে বার্সায় ফেরার কথাই বলেছিলেন।