এই ছবি পোস্ট করে কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন কেইন
এই ছবি পোস্ট করে কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন কেইন

দেড় যুগ পর আইপিএলজয়ী কোহলিকে ১৫ বছর পর ট্রফিজয়ী কেইনের শুভেচ্ছা

অপেক্ষাটা মনে হচ্ছিল আর শেষ হবে না। মনে হচ্ছিল, দুই ভুবনের দুই বাসিন্দাকে এই হতাশা নিয়েই হয়তো ক্যারিয়ার শেষ করতে হবে। কিন্তু একজনের ১৮ বছরের এবং অন্য জনের ১৫ বছরের অপেক্ষা শেষ হলো প্রায় একই সময়ে।

হ্যারি কেইনের বুন্দেসলিগা ট্রফি জয়ের এক মাস পর প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জিতলেন বিরাট কোহলিও। কোহলির আইপিএল জয়ের পর তাঁকে শুভেচ্ছাবার্তাও দিয়েছেন কেইন। দীর্ঘ অপেক্ষা ফুরোনোর আনন্দ কেইনের চেয়ে ভালো আর কে জানেন!

আহমেদাবাদে গতকাল রাতে আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর মধ্য দিয়ে শেষ হয়েছে বেঙ্গালুরু ও কোহলির ১৮ বছরের অপেক্ষাও। এর আগে তিনবার ফাইনাল খেললেও কোনোবারই শেষ পর্যন্ত ট্রফি জিততে পারেনি বেঙ্গালুরু।

ম্যাচের আগে কোহলির জন্য শিরোপার জেতার কথাও জানান বেঙ্গালুরু অধিনায়ক। শেষ পর্যন্ত নিজেদের কথা রেখেছেন তাঁরা। কোহলির হাতে তুলে দেওয়া হয় প্রথম আইপিএল শিরোপা।

কোহলির প্রথম আইপিএল ট্রফি জয়

আইপিএল ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যেম কোহলিও নিজের একটি ছবি পোস্ট করেছেন ইংল্যান্ড অধিনায়ক কেইন। ছবিতে কেইনের হাতে কোহলির ভারতীয় দলের ১৮ নম্বর জার্সি এবং কোহলির হাতে কেইনের ইংল্যান্ডের হয়ে পরা ১০ নম্বর জার্সি।

এ ছবির ক্যাপশনে কেইন লিখেছেন, ‘আর্কাইভের পাতা একটি মুহূর্ত সামনে এনে প্রথম আইপিএল শিরোপা জয়ের জন্য বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বিশাল অভিনন্দন! অবিশ্বাস্য এক অর্জন।’

এর আগে গত মাসের শুরুতে বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা জয়ের মধ্য দিয়ে নিজের প্রথম ট্রফি জয় নিশ্চিত করেন কেইন।

বায়ার্নের আগে ইংলিশ ক্লাব টটেনহাম ও জাতীয় দল ইংল্যান্ডের হয়ে একাধিকবার কাছাকাছি গিয়েও শিরোপা জিততে পারেননি। তবে শেষ পর্যন্ত শিরোপাখরা ঠিকই ঘোচাতে পেরেছেন।