
খেলা দেখতে আসা দর্শকের অনেকের হাতে ছিল জাতীয় পতাকা। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম লাগোয়া বহুতল ভবনের ছাদেও কিছু খুদে দর্শক সারাক্ষণ পতাকা দুলিয়ে গেল। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়টা বেশ ভালোভাবেই উপভোগ করেছে তারা।
সেই জয় ২-০ গোলে। দুটি গোল মোহাম্মদ নাজিম উদ্দিন ও মোলতাজিম আলমের।
ঢাকায় চলমান বাছাইপর্বের ই গ্রুপে তুলনামূলক দুর্বল দল ভুটান। ৫ অক্টোবর প্রথম ম্যাচে এই ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দেয় ইয়েমেন। সেই ভুটানের জালে বাংলাদেশের দুই গোল ‘মাত্র’ বলে আক্ষেপ জাগাতেই পারে।
ইয়েমেনের মতো বাংলাদেশও দুই ম্যাচে জিতেছে। আগামী পরশু গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। প্রতিযোগিতার ১০ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা ৬ রানার্সআপ খেলবে চূড়ান্ত পর্বে। ইয়েমেনকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে তো হয়েই গেল, নইলে সেরা ছয় রানার্সআপের মধ্যে থাকার আশা করতে হবে বাংলাদেশকে। সে জন্য ভুটানের বিপক্ষে গোল ব্যবধান বাড়িয়ে নেওয়া দরকার ছিল।
বাংলাদেশের কোচ পল স্মলি আজ একাদশে আনেন চার পরিবর্তন। প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা ফরোয়ার্ড মিরাজুল ইসলাম, মুরশেদ আলী, ডিফেন্ডার সিরাজুল ইসলাম ও মিডফিল্ডার স্বপন হোসেনের বদলে ডিফেন্ডার আসাদুল মোল্লা, মিডফিল্ডার মিঠু চৌধুরী, স্যামুয়েল রাকসেম ও ফরোয়ার্ড মোলতাজিম আলম। যদিও দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড মিরাজুলকে কোচ বিশেষ কারণে একাদশে রাখেননি আজ।
ইয়েমেনের বিপক্ষে পুরো শক্তির বাংলাদেশকে খেলাতে চান বলেই সিঙ্গাপুরের বিপক্ষে হলুদ কার্ড পাওয়া মিরাজুলকে নিয়ে আসলে কোনো ঝুঁকিই নিতে চাননি কোচ।
সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে জিতলেও সিঙ্গাপুরের জালে দুটি গোলই ছিল আত্মঘাতী। আজ অবশ্য শুরুর ১৫ মিনিট গোছানো ফুটবল খেলেছে বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটের গোলটি সেই আক্রমণেরই ফল। ডান প্রান্ত থেকে আসাদুল মোল্লার ক্রসে দুর্দান্ত হেডে নাজিম উদ্দিন করেন ১-০। কিন্তু গোল খেয়ে ভুটান যেমন অতিমাত্রায় রক্ষণাত্মক খেলেছে, বাংলাদেশের যুবারাও খেলেছেন এলোমেলো ফুটবল।
১২ মিনিটেই বাংলাদেশকে আরেকবার এগিয়ে নিতে পারত নাজিম। ভুটানের ডিফেন্ডার উগেন দর্জির ব্যাক পাস ধরতে পারেনি ভুটানের গোলরক্ষক রিগজিন সোনাম তেনজিন। বক্সের মধ্যে দাঁড়িয়ে থাকা নাজিম সেই ফিরতি বল থেকে চেষ্টা করেও গোল দিতে পারেনি।
দ্বিতীয়ার্ধে তারপরও বাংলাদেশ গোল পেতে চেষ্টা করেছে। কিন্তু বেশির ভাগ সময়ই বল ঘুরেছে মাঝমাঠে। রক্ষণ ভাঙার চেষ্টা করেও পারেনি বাংলাদেশের ফরোয়ার্ডরা। দ্বিতীয় গোলটা এসেছে ৭৩ মিনিটে। বক্সের বাইরে থেকে নেওয়া অধিনায়ক ইমরান খানের ফ্রি কিকে মোলতাজিমের দুর্দান্ত হেডে (২-০)।
পুরো ম্যাচে বাংলাদেশের রক্ষণে মাঝেমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে ভুটানের ফরোয়ার্ড কামাল উরাওন। কিন্তু বল নিয়ে বক্সে ঢোকার পর কাজের কাজটা করতে পারেনি সে।
এর আগে দিনের প্রথম ম্যাচে ইয়েমেন ৬-০ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে। ইয়েমেনের হয়ে জোড়া গোল করেছে ফয়সাল আল সালামি।