
গুঞ্জনটা গত মৌসুম থেকেই ছড়িয়েছে দলবদলের বাজারে। কার্লো আনচেলত্তির বিদায়ের পর রিয়াল মাদ্রিদের কোচ হবেন জাবি আলোনসো। স্প্যানিশ কিংবদন্তি আলোনসো মাদ্রিদের ক্লাবটির খেলোয়াড় হিসেবে ছিলেন দারুণ সফল। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ—দুটোই এই ক্লাবটির হয়ে জিতেছেন আলোনসো।
তবে খেলোয়াড়ি জীবনের সাফল্যের জন্য নয়, আলোনসো আলোচনায় এসেছেন কোচ হিসেবে তাঁর সাফল্যের জন্য। এখন আনচেলত্তির রিয়াল ছাড়ার গুঞ্জনের সঙ্গে সামনে এসেছে আলোনসোর রিয়ালে যোগদানের গুঞ্জনও। শুধু এটুকুই নয়, রিয়ালের সম্ভাব্য এই নতুন কোচ নাকি দলে নিতে চান—এমন পছন্দের খেলোয়াড়দের তালিকাও দিয়েছেন।
কোচ হিসেবে আলোনসোর যাত্রা খুব দীর্ঘ নয়। রিয়াল সোসিয়েদাদের ‘বি’ দলের দায়িত্ব পালন শেষে ২০২২ সালে দায়িত্ব নেন বায়ার লেভারকুসেনের। প্রথম মৌসুমেই লেভারকুসেনকে ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছেন আলোনসো। বুন্দেসলিগায় তাঁর অধীন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে জার্মান ক্লাবটি।
এ ছাড়া জার্মান কাপ ও জার্মান সুপার কাপের শিরোপাও আলোনসো জিতিয়েছেন দলকে। ইউরোপা লিগে তাঁর দল শিরোপা হাতছাড়া করেছে ফাইনালে গিয়ে। তবে শুধু ট্রফি দিয়েই নয়, ট্যাকটিক্যাল দিক থেকেও দারুণ মুগ্ধতা ছড়িয়েছেন এই স্প্যানিয়ার্ড।
এ কারণেই রিয়ালে আনচেলত্তির বিকল্প হিসেবে বারবার শোনা যাচ্ছিল তাঁর নাম। এর মধ্যে অবশ্য রিয়ালের সঙ্গে কোচ আনচেলত্তি চুক্তি নবায়ন করায় দীর্ঘায়িত হয় আলোনসোর আসা। তবে এ মৌসুম শেষে আনচেলত্তির বিদায় অনেকটাই নিশ্চিত। পাশাপাশি ইউরোপিয়ান সংবাদেরমাধ্যমের খবর, আনচেলত্তির জায়গায় আলোনসোর রিয়ালে আসাও নাকি নিশ্চিত।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস বলছে, আলোনসো এরই মধ্যে দুটি নাম নাকি রিয়াল কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছেন—মার্তিন জুবিমেন্দি ও ফ্লোরিয়ান ভির্টৎস। জুবিমেন্দি খেলেন সোসিয়েদাদে। আলোনসো সোসিয়েদাদের কোচ হিসেবে দায়িত্ব পালনের সময় জু্বিমেন্দি তাঁর অধীনে খেলেছেন। ২৬ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে টনি ক্রুসের বিকল্প হিসেবে নাকি দলে চান আলোনসো।
ভির্টৎস লেভারকুসেনে আলোনসোর অন্যতম সেরা ‘অস্ত্র’গুলোর একটি। গত মৌসুমে ক্লাবটির সাফল্যের মূল নায়কও ছিলেন ২১ বছর বয়সী এই জার্মান অ্যাটাকিং মিডফিল্ডার। যার স্বীকৃতিস্বরূপ গত মৌসুমে বুন্দেসলিগার সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন ভির্টৎস। এখন রিয়ালে সাফল্য পেতেও নাকি ভির্টৎসকে দলে চান আলোনসো।