পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম
পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম

রিভার্স সুইং বুঝতেন মার্টিন ক্রো: আকরাম

ওয়াসিম আকরামের চোখে সেরা ব্যাটসম্যান নিউজিল্যান্ডের মার্টিন ক্রো। ‘সুলতান অব সুইং’ খ্যাত আকরাম মনে করেন, রিভার্স সুইংয়ের রহস্য ভেদ করার ক্ষমতা ক্রোর ছিল অসাধারণ। পাকিস্তানের বোলিংয়ের বিরুদ্ধে ক্রোর ৪৫.০৯ গড় ছিল, যা তার ক্যারিয়ার গড়ের চেয়ে বেশি। পাকিস্তানের বিপক্ষে ১১ টেস্টে ৫৭.২৩ গড়ে ৯৭৩ রান করেছিলেন তিনি। আকরাম ৯ ওয়ানডেতে ৩ বার এবং ৪ টেস্টে ১ বার ক্রোকে আউট করেন।