জলের তলায় এমন দারুণ প্রতিবিম্ব আঁকলেন যুক্তরাষ্ট্রের কেট ডগলাস
জলের তলায় এমন দারুণ প্রতিবিম্ব আঁকলেন যুক্তরাষ্ট্রের কেট ডগলাস

ছাদখোলা বাসে ইংল্যান্ডের নারী ফুটবল দল ও সিঙ্গাপুরে সাঁতারের অদ্ভুত যত ছবি

সিঙ্গাপুরে চলছে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। প্রতিদিনই দারুণ ও অদ্ভুত সব ছবি উপহার দিচ্ছেন সাঁতারুরা। আর দেশে ফিরে ছাদখোলা বাসে প্যারেড করলেন ইউরোজয়ী ইংলিশ নারীরা।

অদ্ভুত কোনো জলচর প্রাণী নয়, সিঙ্গাপুলে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়শিপে সুইমিংপুলে পানির নিচে এভাবেই ধরা পড়লেন মার্কিন সাঁতারু লুকা উরলান্ডো
পুলে নামার আগে মার্কিন দুই বোন গ্রেচেন ওয়ালশ ও অ্যালেক্স ওয়ালশ সেলফি তুলে নিলেন
সুখের কান্না জার্মান সাঁতারু আনা এলেন্টের। মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক জিতেছেন এলেন্ট
২০০ মিটার বাটারফ্লাইয়ের হিটে মালদ্বীপের সাঁতারু মোহাম্মদ রিহান শিহাম
ডাইভিংয়ে এমন দৃশ্যই তো স্বাভাবিক। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের মেক্সিকোর দুই ডাইভার লিয়া ইয়াতজিল কুয়েভা ও মিয়া জাজিল কুয়েভাও ফ্রেমবন্দী হলেন এভাবে
লন্ডনে ছাদখোলা বাসে সংবর্ধনা পেলেন টানা দ্বিতীয়বার ইউরোজয়ী ইংল্যান্ডের নারী ফুটবল দল
‘ফুটবলকে ঘরে ফেরাতে’ সবচেয়ে বড় ভূমিকা রাখা ইংল্যান্ডের ডাচ কোচ সারিনা ভিগমানও ছিলেন ছাদখোলা বাসের প্যারেডে
জলের তলায় এমন দারুণ প্রতিবিম্ব আঁকলেন যুক্তরাষ্ট্রের কেট ডগলাস
ছায়া ও কায়া মিলিয়ে তিনজন হয়ে গেলেন ছয়জন। বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ছেলেদের ২০০ মিটার বাটারফ্লাইয়ের সেমিফাইনালে
ভারত নারী দলের মিডফিল্ডার সংগীতা বাসফোর ড্রতে বাংলাদেশের নাম তোলেন। আজ সিডনিতে নারী এশিয়ান কাপের বাছাইপর্বে