Thank you for trying Sticky AMP!!

নিউজিল্যান্ডের বিপক্ষে আটে, ভারতের বিপক্ষে সাতে ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ কেন এত নিচে, পাকিস্তানের সাবেকদের প্রশ্ন

মাহমুদউল্লাহ কেন এত নিচে ব্যাটিং করছেন!

প্রশ্নটা দেখা দিয়েছে অনেকের মনেই। বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে কেন ৭ বা ৮ নম্বরে খেলানো হচ্ছে, এটির কোনো কারণ খুঁজে পাচ্ছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও। ওয়াসিম আকরাম, মিসবাহ–উল-হক, মঈন খানরা প্রশ্ন তুলেছেন বাংলাদেশ দলের এমন কৌশল নিয়ে।

এখন পর্যন্ত বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। খেলেননি শুধু ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি। আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জয়ের ম্যাচে ব্যাটিং করারই সুযোগ পাননি। কীভাবে পাবেন, তাঁকে যে নেওয়াই হয়েছে ৭ কিংবা ৮ নম্বরে ব্যাটিং করার জন্য। চেন্নাইয়ে নিউজিল্যান্ড আর গতকাল পুনেতে ভারতের বিপক্ষে তিনি ব্যাটিং করেছেন যথাক্রমে ৮ ও ৭ নম্বরে। দুটি ম্যাচেই তিনি ভালো করেছেন। কিউইদের বিপক্ষে তাঁর অপরাজিত ৪১ আর ভারতের বিপক্ষে ৪৬ রানের দুটি ইনিংসই ছিল মহামূল্যবান। এই দুই ইনিংসের ওপর ভর করেই সংগ্রহ আড়াই শ ছাড়িয়েছে বাংলাদেশের।

পরপর দুটি ম্যাচে মাহমুদউল্লাহ খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস

৮ ও ৭ নম্বরে নেমে মাহমুদউল্লাহর চল্লিশোর্ধ্ব দুটি ইনিংসই পাকিস্তানি তারকাদের চোখে মূল্যবান। কিন্তু তাঁরা কেউই ভেবে পাচ্ছেন না, মাহমুদউল্লাহর মতো একজন অভিজ্ঞ ব্যাটসম্যানকে কেন বাংলাদেশ ৭ বা ৮ নম্বরে খেলাচ্ছে। পাকিস্তানি টিভি চ্যানেল এ স্পোর্টস–এ বাংলাদেশ–ভারত ম্যাচের পর ওয়াসিম আকরাম ব্যাপারটা নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন, ‘আপনার মিডল অর্ডারে যখন এত সমস্যা, তখন আপনার সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় এত নিচে ব্যাটিং করে! মাহমুদউল্লাহ কেন ৭-৮ নম্বরে ব্যাট করবে? তার টেকনিক ভালো, অভিজ্ঞও। বুঝলাম সে ফিনিশার। কিন্তু ফিনিশারের প্রয়োজন তখন পড়বে, যখন আপনার মিডল অর্ডার কাজ করে।’

মাহমুদউল্লাহর ব্যাটিং পজিশন নিয়ে বিস্ময় পাকিস্তানি সাবেক তারকাদের

মঈন খান সেই আলোচনায় যোগ দিয়ে একই কথা বলেছেন। মঈন খানের মতে, মাহমুদউল্লাহকে নিচে নামিয়ে তাঁকে ‘ফিনিশার’–এর ভূমিকাটিই ঠিকমতো পালন করতে দেওয়া হচ্ছে না। বলেন, ‘আমার দৃষ্টিতে দলের সবচেয়ে ঠান্ডা মাথার ব্যাটসম্যান। তাকে নিচের দিকে নামিয়ে সেভাবে ব্যবহার করা হচ্ছে না। মাহমুদউল্লাহ ফিনিশ করবে, ঠিক আছে। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর তার ওপর চাপ তৈরি হয়ে যাচ্ছে।’

মাহমুদউল্লাহকে নিচে নামিয়ে ঠিক মতো ব্যবহার করছে না বাংলাদেশ, অভিযোগ পাকিস্তানি সাবেকদের

মিসবাহ–উল–হক মনে করেন, ভারতের বিপক্ষে যেহেতু সাকিব আল হাসান খেলেননি। তাই মাহমুদউল্লাহকে ওপরের দিকে ব্যাটিং করানো উচিত ছিল, ‘একটা ভালো শুরুই করেছিল বাংলাদেশ। যেহেতু সাকিব খেলতে পারেনি, তাই তাকে ওপরের দিকে ব্যাটিং করিয়ে খেলার সুযোগ দেওয়া উচিত ছিল। মুশফিক ফর্মে ছিল। বাংলাদেশ মাহমুদউল্লাহকে দিয়ে ইনিংস শেষ করাতে চাচ্ছে ভালোভাবে। কিন্তু পরিস্থিতি অনুযায়ী তো পরিকল্পনা করতে হবে।’