ঈদের আনন্দে মেতে উঠেছেন খেলার তারকারা। পরিবার, আত্মীয় ও বন্ধুবান্ধবের সঙ্গে উৎসবমুখর ঈদ উদ্যাপন করছেন উসমান খাজা-ইরফান পাঠান-আন্তোনিও রুদিগার-রশিদ খান-শোয়েব মালিকরা। নিজেদের ঈদ উদ্যাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সঙ্গে ভাগাভাগিও করেছেন তাঁরা। খেলার তারকাদের ঈদ উদ্যাপনের ছবি নিয়ে এই আয়োজন।