১৪ ফেব্রুয়ারি ছিল ভালোবাসা দিবস। দিনজুড়ে ও দিন শেষে ক্রীড়াঙ্গনের তারকারা নিজের ভালোবাসার মানুষটির সঙ্গে কাটানো নতুন ও পুরোনো ছবি দিয়ে দিবসটি স্মরণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকা ক্রীড়াবিদদের ছবিতে দেখুন তাঁদের ভালোবাসা দিবস।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে পরিবারের সঙ্গে তোলা ছবিটি পোস্ট করেছেন কিংবদন্তি মার্কিন সাঁতারু মাইকেল ফেল্প্স ‘তোমার ভ্যালেন্টাইন তো সারা বছরই। তবু আমরা সেটা উদ্যাপন করি।’ পিলার রুবিওকে নিয়ে রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক সের্হিও রামোস
বিজ্ঞাপন
সূর্যকুমার যাদবের চোখে, তাঁর জীবনের সেরা প্রাপ্তি এই মানুষটিইছবিটি পোস্ট করে কাসেমিরো লিখেছেন, ‘আমার আজীবনের প্রেমিকা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন তিনটি লাভ ইমোজি। মজার বিষয় হচ্ছে, ব্রাজিলিয়ান মিডফিল্ডারের এই পোস্টে প্রেমিকা আনা মারিয়ানা রিপ্লাই দিয়েছেন চারটি লাভ ইমোজি। সঙ্গে লিখেছেন ‘আজীবন তোমায় ভালোবাসি।’
বিজ্ঞাপন
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার এনদ্রিকের সঙ্গে তোলা ছবিটি পোস্ট করেছেন প্রেমিকা গ্যাব্রিয়েলি মিরান্ডা। সঙ্গে ভালোবাসার বার্তা তো আছেই১৪ ফেব্রুয়ারি আনহেল দি মারিয়ার জন্মদিন। এই দিনেই ভালোবাসা দিবস। আর্জেন্টাইন তারকা স্ত্রীর সঙ্গে তোলা ছবিটি দিয়ে লিখেছেন, ‘প্রতিদিনের ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ।’লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো নিজেদের ছবি পোস্ট করেননি। সরাসরি ফুলের ছবি দিয়েই ভালোবাসা দিবস স্মরণ করেছেনদুজনের একসঙ্গে তোলা কত ছবিই তো পোস্ট করেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা। ভালোবাসা দিবসে এই ছবিটি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘আমার একমাত্র ভ্যালেন্টাইন, সব সময়।’ একই ছবি পোস্ট হয়েছে জর্জিনার অ্যাকাউন্ট থেকেও। ছবির ধরনে ধারণা করা যায়, জর্জিনার সঙ্গে তোলা ছবিটি দুজনের দেখা করার প্রথম দিককার।