সিরিজ নির্ধারণী ওয়ানডে বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্দশার চিত্র স্পষ্ট ফুটে উঠেছে। স্ত্রীকে নিয়ে ঘুরছেন রবার্ট লেভানডফস্কি ও সূর্যকুমার যাদব। উইম্বলডন দেখতে গেছেন হার্শা ভোগলে। ক্রীড়াঙ্গনের বিভিন্ন মুহূর্তের নির্বাচিত ছবি নিয়েই এই আয়োজন—
উইম্বলডনের সেমিফাইনালে ওঠার পর মেয়েদের র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা আরিনা সাবালেঙ্কার উচ্ছ্বাস। আজ অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টেউইম্বলডন দেখতে গেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। ছবিটি পোস্ট করে হার্শা লিখেছেন, ‘সেন্টার কোর্টে টেনিসকে অনেকটা রঙ্গমঞ্চের মতো মনে হয়’সাইকেল নিয়ে স্ত্রী আনা লেভানডফস্কার সঙ্গে বেরিয়ে পড়েছেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি আপাতত ভারতের টি-টোয়েন্টি ম্যাচ নেই। এই অবকাশে স্ত্রী দেবিশা শেঠিকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন দলটির টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। ছবিটি পোস্ট করে দেবিশা লিখেছেন, ‘আমার সবচেয়ে বড় আশীর্বাদ’সুইজারল্যান্ডে চলছে মেয়েদের ইউরো চ্যাম্পিয়নশিপ। আজ জার্মানির বিপক্ষে ম্যাচ শুরুর আগে এভাবেই ক্যামেরাবন্দী হয়েছেন ডেনমার্কের দুই সমর্থক১২৪ রানের ইনিংস খেলার পথে কুশল মেন্ডিস। তাঁর দারুণ ব্যাটিংয়ের সুবাদে পাল্লেকেলেতে আজ বাংলাদেশকে ২৮৬ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কাআসিতা ফার্নান্ডোর বলে বোল্ড ওপেনার তানজিদ হাসান। পাল্লেকেলের ২২ গজের এই দৃশ্যই যেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা ফুটিয়ে তুলছেফিটনেস পরীক্ষায় উতরে এই ম্যাচ খেললেও ব্যাটিং-পরীক্ষায় ফেল নাজমুল হোসেন। বাংলাদেশের বাঁহাতি এই ব্যাটসম্যান শূন্য রানে বোল্ড হয়েছেন দুষ্মন্ত চামিরার বলেজাকের আলীও বোল্ড হয়েছেনশ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজ হারের পর হতাশ বাংলাদেশ দল