মাঠে আশরাফুল, ধারাভাষ্যে ‘সানি ভাই’য়ের সঙ্গে আতহার

আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। আগামীকাল পাকিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। খেলার মাঠে আর অনুশীলনে তারকাদের নানা মুহূর্ত নিয়ে এই আয়োজন—
অনুশীলনে গা গরম করার অনুষঙ্গ হিসেবে ফুটবল থাকে। মোহাম্মদ রিজওয়ান যখন স্ট্রেচিং করছিলেন, বলটা এসে পড়ে সামনেই
রান আউট থেকে বাঁচতে বিরাট কোহলির ডাইভ। বেঁচেছেন এবং সেঞ্চুরি করে মাঠও ছেড়েছেন
অনুশীলনের সরঞ্জাম নিয়ে নেটে যাচ্ছেন বাবর আজম
মহেন্দ্র সিং ধোনি বিশ্বকাপ মাঠে না থাকলেও তাঁর ভক্ত আছেন গ্যালারিতে। আজ পুনেতে বাংলাদেশ–ভারত ম্যাচে
টস শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন ও ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সেলফি এক দর্শকের
পাকিস্তানের অনুশীলনে কী নিয়ে হাসছিলেন ইমাম–উল–হক ও আবরার আহমেদ?
শাদাব খান এখন বিশ্বকাপে ব্যস্ত। কোনো একসময়ে একটি পোশাক ব্র্যান্ডের মডেল হয়েছেন, আজ প্রকাশ করেছেন সেই ছবি
বাংলাদেশ–ভারত ম্যাচের ধারাভাষ্য কক্ষে ‘সানি ভাই’কে (সুনীল গাভাস্কার) পেয়ে সেলফি তুলেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান
বাংলাদেশ–ভারত ম্যাচ শুরুর আগে মাঠে নেমেছিলেন মোহাম্মদ আশরাফুল। পোস্ট করেছেন নিজের অ্যাকাউন্টে